close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

বাগদান সারছেন সামান্থার প্রাক্তন নাগা চৈতন্য

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে, তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা নাগা চৈতন্য। অবশেষে সেটাই সত্য হলো। আজ বৃহস্পতিবার ব
বেশ কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল যে, তেলুগু অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেতা নাগা চৈতন্য। অবশেষে সেটাই সত্য হলো। আজ বৃহস্পতিবার বাগদান সারতে চলেছেন তাঁরা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সন্ধ্যায় বাগদান সারছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। অনুষ্ঠান হবে নাগার্জুনের বাড়িতে। এতে দুই তারকার ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন। শোভিতার বাবা-মায়ের সঙ্গে উপস্থিত থাকবেন নাগা চৈতন্যের ভাই অমলা আক্কিনেনি ও অখিল। এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে ‌‘পাওয়ার কাপল’ হিসেবে আখ্যা দিতেন ভক্তরা। তবে ২০২১ সালে সামান্থা আর নাগার বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই নাগা ও শোভিতার ডেট করার খবর চাউর হয়। শোনা যাচ্ছিল, নাগার পরিবারেরও বেশ পছন্দ হয়েছে শোভিতাকে। এমনকি একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তাঁর হবু পুত্রবধূ সম্পর্কে কথাও বলেছিলেন। অভিনেতার ভাষ্য, ‘ও খুব ভাল ছিল (সিনেমায়)। মানে, আমার এভাবে বলা উচিত নয় হয়তো, তবে তিনি ছবিতে হট ছিলেন। তার মধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয়।’ বাগদানের খবর আসার পর থেকেই অভিনেতার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এদিকে শোনা যাচ্ছে, ২০২৪ সালের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য ও শোভিতা। প্রসঙ্গত, ২০১৭ সালে হয়েছিল সামান্থা ও নাগা চৈতন্যর বিয়ে। তাঁদের বিয়ে মাত্র চার বছর স্থায়ী হয়েছিল। ২০২১ সালের অক্টোবরে ঘোষণা করেছিলেন যে, তাঁরা আলাদা হয়ে যাচ্ছেন।
نظری یافت نشد


News Card Generator