close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আপনাদের জীবনে যেন ৮৪ বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয়

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথভাবে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনারে রাজনৈতিক বিশ্লেষক আব্দুন নূর তুষার তরুণদের উদ্দেশ করে বলেছেন, ‘আপনারাই হচ্ছেন আমাদের স্বপ্ন। আম..
আশা হারাবেন না ৮৪ বছর বয়সেও প্রধান উপদেষ্টা হওয়া যায়।’

 

গতকাল মঙ্গলবার (২৭ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ‘আমি এ রকম বাংলাদেশ চাই, যেখানে আপনাদের জীবনে যেন ৮৪ বছর বয়সে কাউকে উপদেষ্টা হতে না হয়। সরাসরি নির্বাচন করবেন, আপনি প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হবেন, লোকে আপনাকে ভোট দেবে।

কেউ জানতে চাইবে না, আপনি কী পুরস্কার পেয়েছেন আর কী পুরস্কার পাননি। কেননা রাজনীতিবিদের পুরস্কারই হচ্ছে জনতা। রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট। রাজনীতিবিদদের পুরস্কার হচ্ছে জনতার জন্য কাজ করে দিনের শেষে বাড়িতে এসে রাত ১২টার পরেও লোকে বাড়িতে বসে চা-পাউরুটি খাওয়া দেখা, এটাই হচ্ছে রাজনীতিবিদদের সার্থকতা।
コメントがありません


News Card Generator