close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

আওয়ামী লীগের ৪ নেতার বাড়িতে পাঠাল কাফনের কাপড়-গোলাপজল

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় আওয়ামী লীগের চার নেতার বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরো পাঠিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ আগস্ট)
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় আওয়ামী লীগের চার নেতার বাড়িতে ও এক চায়ের দোকানের সামনে কাফনের কাপড়ের টুকরো পাঠিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ আগস্ট) নওহাটা পৌর এলাকার পাইকপাড়া মহল্লার ইনতাজের মোড়ে অবস্থিত মিনারুল ইসলামের চায়ের দোকানের সামনে কাফনের সামগ্রী রেখে গেছেন দুর্বৃত্তরা। সঙ্গে গোলাপ জল ও চারটি চিরকুটে (আ, জ, আ, ম) অক্ষর লিখে রেখে গেছেন দুর্বৃত্তরা। আর কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া নওহাটা পৌর এলাকার বসন্তপুর এলাকার হাফিজ, পলাশ, রাব্বি এবং পিল্লাপাড়া এলাকার রবিউল ইসলামের বাসার সামনে লাল শপিং ব্যাগের ভেতর কাফন সামগ্রী রেখে যাওয়া হয়েছে। এই চারজনই আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে। কাফন সামগ্রী পাওয়া চা দোকানি মিনারুল ইসলাম বলেন, সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে কে বা কারা তার দোকানের সামনে গোলাপজল ও কাফনের কাপড় রেখে যায়। ওই কাফনের কাপড়ের টুকরোতে লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া, ব্যাগের ভেতরে একটি চিরকুটে 'ম' অক্ষর লিখা রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে, তা উদ্ঘাটনে কাজ চলমান রয়েছে। এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণের অনুরোধ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় উপজেলাজুড়ে সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে।
Tidak ada komentar yang ditemukan