আনোয়ারায় স্কাউট’স সভা অনুষ্ঠিত

Imran Hossain avatar   
Imran Hossain
****

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ স্কাউট’স উপজেলা শাখার সভা  সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


আনোয়ারা উপজেলা স্কাউটসের সম্পাদক সঞ্জিব সিংহের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার  ফেরদৌস হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভূইয়া, স্কাউটস কমিশনার ওসমান গণিসহ বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা।


সভায় দ্রুত স্কাউট ইউনিট লিডার অরিয়েন্টশন ও বেসিক কোর্স আয়োজন, অনলাইন রেজিষ্ট্রেশন পোর্টালে সকল ইউনিটের সভাপতি, ইউনিট লিডার ও সদস্যদের বিএস আইডি রেজিষ্ট্রেশন নিশ্চিতকরন, আগামী জুলাইয়ে স্কাউট ইউনিট লিডার বেসিক  কোর্সের আয়োজনসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

没有找到评论