চট্টগ্রামের আনোয়ারায় মো. আরাফাত (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কালাবিবি দীঘি রাজু কলোনির একটি ভাড়া বাসা থেকে জানালায় ঝুলে থাকা অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে।
নিহত যুবক উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকার মোহাম্মদ কাইসার ড্রাইভারের ছেলে। সে পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পিতা মোহাম্মদ কায়সার জানান, এক বছর একই ইউনিয়নের সরেঙ্গা এলাকার জনৈকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ৪০ দিন আগে তাদের সংসারে একটি সন্তান ভূমিষ্ট হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, স্ত্রী সন্তান নিয়ে কালাবিবি দিঘীর মোড়ে একটি ভাড়া বাসায় থাকতেন। ঘরের ভিতর থেকে দরজা বন্ধ করা অবস্থায় রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।