close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
তিনি বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগের প্রতিটি উত্তর আমার কাছে আছে। আইসিটি মন্ত্রণালয় থেকে আমি উইয়ের নামে কোনো অনুদান নিয়েছি কি না তা মন্ত্রণালয়ে গেলেই জানা যাবে এবং প্রমাণ পাওয়া যাবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
নাসিমা আক্তার নিশা বলেন, আমি চাই যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তারা আমার সঙ্গে বসুন, আলোচনা করুন। আমি আপনাদের কথা শুনতে চাই। আমার নামে সঠিক অভিযোগ থাকলে তা মাথা পেতে নেব। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটি স্বার্থলোভী মহল আমার এবং উইয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা কোনো তথ্য বা মন্তব্য প্রকাশ করার আগে আমার সঙ্গে যোগাযোগ করুন।
সম্প্রতি নিশার বিরুদ্ধে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য অনুদানের নামে সরকারের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) বাস্তবায়নাধীন ‘আইডিয়া’ প্রকল্প থেকে অর্থ লোপাট করা হয়। আর এর সঙ্গে জড়িত রয়েছেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা।
প্রসঙ্গত, ২০২২ সালের আগস্টে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর উপহারের নামে নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণার জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া শুরু করে আইডিয়া প্রকল্প। তখন থেকেই নারী উদ্যোক্তাদের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব, ওয়েব, আনন্দ আলোর মতো সংগঠনকেও এতে যুক্ত করা হয়। তবে সবসময়ই শুধু উই এর সিংহভাগ সদস্যদের এই অনুদান দেওয়া হতো। অনুদান পাওয়া সংগঠনের তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ স্থানে ছিল ই-ক্যাব।
Nema komentara