আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ সোমবার শেষ হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। শেষ দিনে রাজধানীসহ সারা দেশের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীদের ভিড় এবং সরব উপস্থিতি দেখা যাচ্ছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগ ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, গতকাল রবিবার পর্যন্ত সারা দেশে ৩০০ আসনে মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে সংগ্রহের তুলনায় জমা দেওয়ার হার ছিল বেশ কম। গতকাল পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসি সচিবালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যান্য অঞ্চলের মধ্যে কুমিল্লায় ৪০৫ জন, ময়মনসিংহে ৩৩৯ জন, খুলনায় ৩০২ জন এবং রংপুরে ২৮৩ জন মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ফরিদপুর ও সিলেট অঞ্চলেও প্রার্থীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
এদিকে নির্বাচনী আচরণবিধি রক্ষায় নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক ভেতরে প্রবেশ করতে পারবেন না। কোনো ধরনের মিছিল বা শো-ডাউন করে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিলেরও হুঁশিয়ারি দিয়েছে ইসি।
তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র দাখিলের পর আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সংগৃহীত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। বাছাইয়ে বাদ পড়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সেই আপিল নিষ্পত্তি করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।



















