আগুনের ধ্বংসস্তূপ পেরিয়ে নতুন শুরু: ঢাকা দক্ষিণ সিটিতে কাল থেকে স্থানীয় সরকারের কার্যক্রম শুরু


আগামীকাল রোববার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের শূন্য কক্ষগুলোতে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে। রাজধানীর হেয়াররোডে স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ শনিবার এক মতবিনিময় সভায় এই ঘোষণা দিয়েছেন।
উপদেষ্টা জানান, প্রশাসনের কার্যক্রম এক মুহূর্তের জন্যও স্থবির রাখা হবে না। তিনি বলেন, “আমরা জনবান্ধব উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাব এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাটের চেষ্টাকে প্রতিহত করব। সকল কর্মকর্তাদের দৃঢ় চিত্তে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।”
গত বুধবার গভীর রাতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ভয়াবহ আগুনে পাঁচটি মন্ত্রণালয়ের কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়। পুড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুইটি বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আগুনে নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এমনকি দেয়াল ও মেঝেও ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।
এই সংকটময় পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য ডিএসসিসির শূন্য কক্ষগুলো নির্ধারণ করা হয়েছে। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, “আমাদের উন্নয়ন কার্যক্রম থেমে থাকবে না। বরং এই চ্যালেঞ্জ আমাদের আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে।”
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন সিদ্ধান্তের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন এবং আগামীকাল থেকে নির্ধারিত কক্ষগুলোতে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
Tidak ada komentar yang ditemukan