আগামী নির্বাচন ও মার্কা নিয়ে সারজিস যা বললেন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
নির্বাচনে মার্কা নয়, মানুষকে প্রাধান্য দিন — এনসিপি’র মুখ্য সমন্বয়ক সারজিসের তীব্র বার্তা
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলায় এক জোরালো বক্তব্য রাখলেন জাতীয় নাগরিক পার্টি (এন..

ভোটারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সারজিস

বক্তব্যের শুরুতেই সারজিস আলম বলেন,

“জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যদি আপনারা শুধুমাত্র মার্কা দেখেই ভোট দেন, তাহলে আগামী ১০ বছরেও এই দেশের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ৫৪ বছর ধরে আমরা একই ভুল করে আসছি।”

তিনি আরও বলেন,

“টাকার লোভে ভোট দিয়ে আপনি একজন অপরাধীকে ক্ষমতায় বসান। এরপর পাঁচ বছর শুধু আক্ষেপ করেন — এটা বন্ধ করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। দেখবেন কে আপনার জন্য কাজ করছে, কে বিনা স্বার্থে পাশে দাঁড়ায় — তাকেই দিন ভোট।”

সারজিস আলমের এমন স্পষ্ট ও জোরালো বক্তব্যে সমাবেশস্থলে ব্যাপক সাড়া পড়ে যায়। সমর্থকরা হাততালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।


নতুন রাজনৈতিক মানসিকতা গড়ার ডাক

সারজিস আলম বলেন,

“যে মানুষটা বিনা টাকায় আপনার খোঁজ নেয়, যে মানুষটা আপনার সমস্যার কথা বলে — তাকেই আপনার নেতা বানান। মুখে বড় বড় কথা বলা কিংবা ব্যানারে ছবি থাকলেই সে ভালো নেতা নয়। যারা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকে, তারাই প্রকৃত জনপ্রতিনিধি।”

তিনি আরও বলেন,

“স্বাধীনতার ৫৪ বছর পরও যদি আমরা এখনো মার্কা দেখে ভোট দিই, তাহলে সেই স্বাধীনতার চেতনা, দেশের ভবিষ্যৎ — সবকিছু হুমকির মুখে পড়বে।”


সমাবেশে কারা ছিলেন?

এই বিশাল জনসমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলার এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উপস্থিত নেতাকর্মীরা সারজিস আলমের কথাকে সমর্থন জানিয়ে বলেন, তারা জনগণকে সচেতন করতে মাঠে-ময়দানে কাজ করে যাবেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে জনসচেতনতা তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। রাজনীতি থেকে দুর্নীতি, প্রভাব ও অর্থনির্ভরতা দূর করেই তারা নতুন একটি জনবান্ধব রাজনীতির সূচনা করতে চান।


 

সারজিস আলমের এই বক্তব্য নতুন ভোটারদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরনো রাজনীতির অনুগামীদের জন্যও এটি একটি চ্যালেঞ্জ। বর্তমান প্রেক্ষাপটে ভোটারদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য এমন বার্তা অত্যন্ত জরুরি।

আগামী নির্বাচনে আদৌ মানুষ মার্কা নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।

Không có bình luận nào được tìm thấy