প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে, “১৯৭১-এর হানাদার বাহিনীর নিপীড়নের পুনরাবৃত্তি ঘটিয়েছে আওয়ামী লীগ ২০২৪ সালে।” তিনি বলেন, “পাক হানাদার বাহিনী যেভাবে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গিয়েছিল, সেই একই চিত্র আমরা এই বছরের জুলাইয়ে আবার দেখেছি।”
শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। প্রেস সচিবের বক্তব্যে স্পষ্টতই উঠে আসে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের একটি তীব্র সমালোচনা।
তিনি আরও বলেন, “শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও দেশ গড়ার স্বপ্ন ধারণ করেই অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যাচ্ছে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেই পথেই কাজ করে যাচ্ছেন, যা শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের ধারাবাহিকতা।”
সকাল ৭টার দিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তার পরপরই প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। এ ধরনের তুলনা আগামী দিনের রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।
আপনার চাহিদা অনুযায়ী নিউজটি রি-রাইট করা হয়েছে। চমকপ্রদ হেডলাইন এবং বিস্তারিত তথ্য যেন পাঠকের মনোযোগ আকর্ষণ করে, সেটিও নিশ্চিত করা হয়েছে। আরও কোনো পরিবর্তন চাইলে জানাবেন।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				Nema komentara
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			