close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

৫৪বিজিবির অসুস্থ ট্যুরিস্টের সিকিৎসা প্রদান

Md sohel Rana avatar   
Md sohel Rana
****

মো সোহেল রানা দীঘিনালা(খাগড়াছড়ি)  

সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি অসুস্থ পর্যটককে চিকিৎসা সেবা প্রদান করছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে 

ঢাকা আগারগাঁও হতে খাগড়াছড়ি সাজেক ট্যুরে যাওয়ার পথে ট্যুরিস্ট নাজমুন নাহার বয়স ৬০ বছর, অনাকাঙ্ক্ষিত ভাবে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে,  ৫৪ বিজিবির নজরে আসলে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায়, মেডিকেল অফিসার ও  মেডিকেল টিম নিয়ে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন, এবং অসুস্থ ব্যাক্তির নাজমুন নাহারের  সাথে ট্যুরে আসা সদস্যরা বিজিবির এই মানবিক সেবা কাজের প্রশংসা করেন।

Walang nakitang komento


News Card Generator