MD JAHANGIR ALAM
MD JAHANGIR ALAM

MD JAHANGIR ALAM

      |      

Người đăng ký

   Những video mới nhất

MD JAHANGIR ALAM
16 Lượt xem · 2 ngày trước kia

⁣কিশোরগঞ্জের বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোটরসাইকেল র‌্যালি ও পথসভা করেছে বাজিতপুর অনলাইন একটিভিস্ট ফোরাম।

রবিবার বিকেল ৪টায় উপজেলার ঐতিহাসিক ডাকবাংলো মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজিতপুর বাজারের আলোছায়া সিনেমা হল মোড়ে এসে পথসভায় মিলিত হয়।

আয়োজনে নেতৃত্ব দেন ফোরামের আহ্বায়ক বদরুল রহমান ও সদস্য সচিব নূর মোহাম্মদ বাচ্চু। শতাধিক মোটরসাইকেলের র‌্যালিতে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সাংবাদিকরা অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা শ্লোগান দেন ‘জেলা জেলা জেলা চাই, বাজিতপুরকে জেলা চাই,বাজিতপুর জেলা আমাদের প্রাণের দাবি, বাজিতপুর জেলা আমাদের ন্যায্য দাবি এবং বাজিতপুর জেলা আমাদের অধিকার।

পথসভায় বক্তারা বলেন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক সুবিধার কারণে বাজিতপুর বহু আগে থেকেই জেলা হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এ দাবির পক্ষে দীর্ঘদিন ধরে মতবিনিময় সভা, উঠান বৈঠক ও সেমিনারসহ নানা কর্মসূচি চালানো হচ্ছে।

তারা আরও জানান, ১৮৩৪ সালে ব্রিটিশ সরকার বাজিতপুরে দেওয়ানী (চৌকি) আদালত স্থাপন করে, যা এখনো চলমান। ১৮৩৫ সালে বাজিতপুর থানায় উন্নীত হয়, ১৮৬৯ সালে পৌরসভা ঘোষণা করা হয় এবং ১৯১২ সালে মহকুমা করার লক্ষ্যে প্রায় ২০০ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এছাড়া দেশের খ্যাতনামা জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট, বাজিতপুর রেলস্টেশন, সরারচর রেলস্টেশন ও বিমানবন্দর বাজিতপুরেই অবস্থিত।

বক্তারা বলেন, ভৌগলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব ও অবকাঠামোগত যোগ্যতার কারণে বাজিতপুরকে জেলা ঘোষণায় আর দেরি করার কোনো সুযোগ নেই।

MD JAHANGIR ALAM
2 Lượt xem · 5 ngày trước kia

⁣বিএনপি'র ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত
সমন্বয়কের নির্দেশনা উপেক্ষা করে কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক বাজিতপুর উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা ও সম্মেলন প্রস্তুতি সভার আয়োজনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।

MD JAHANGIR ALAM
51 Lượt xem · 6 ngày trước kia

কিশোরগঞ্জের বাজিতপুরে মনির হোসেন নামে এক অটো চালককে বেধড়ক মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছে আহত অটো চালকের মা মনোয়ারা বেগম।

উপজেলার সরারচর ইউনিয়নের নুরপুর গ্রামের মো: ফারুক মিয়া ও সবুজ মিয়াসহ মোট সাতজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ১১ আগষ্ট সকাল আনুমানিক ৮ টার দিকে অটোগাড়ি নিয়ে সরারচর যাওয়ার পথে নুরপুর এয়ারপোর্টের সামনে পাকা রাস্তার উপর গাড়ী আটকিয়ে অটোচালক মনির হোসনকে মারধর করা হয়। এতে গুরুত্বর আহত হয় অটোচালক মনির হোসেন।

আহত অটোচালকের বড় ভাই মোঃ হাবিব মিয়া জানান, মনিরকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে হত্যার উদ্দেশ্যে গর্তের পানিতে ডুবিয়ে রাখে। বর্তমানে আমার ভাইয়ের অবস্থা খারাপ, ভাগলপুর জহুরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে।

তিনি আরো বলেন, গত ৩০ জুলাই সরারচর রেলস্টেশনের পশ্চিমপাশে অটোস্ট্যান্ডে গাড়ির সিরিয়াল নিয়ে আমার ভাই মনির ও ফারুকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরেই আমার ভাইকে গুরুতর আহত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক মিয়ার মুঠোফোনে (০১৮২৯৬৮৩৮৫৮) বারবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মুরাদ হোসেনকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

MD JAHANGIR ALAM
21 Lượt xem · 7 ngày trước kia

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্য চন্দ্রগ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। দিনে-দুপুরে প্রায় ৩০০ ফলন্ত কলাগাছ ও অসংখ্য কলার ছড়ি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষায়—এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

পূর্ব চন্দ্রগ্রামের খবিরুল্লাহ শিশু মিয়া জানান, পরিকল্পিতভাবে তার কলাবাগান ধ্বংস করা হয়েছে। ইতোমধ্যে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদদের মতে, জমি নিয়ে মামলা থাকলেও আদালতের রায়ের আগে ফলন্ত গাছ কেটে ফেলা নিন্দনীয় ও আইনবিরোধী। এমন কর্মকাণ্ড শুধু মালিকের আর্থিক ক্ষতি নয়, পুরো পরিবেশের জন্য হুমকি।

তাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। সচেতন মহল সতর্ক করেছে—প্রশাসন যদি এটিকে তুচ্ছ ঘটনা ভেবে এড়িয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও এমন পরিবেশবিধ্বংসী ঘটনা ঘটতে পারে।

এ নিয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ হোসেনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি কি এসব নিয়ে বসে থাকি থানায়।

MD JAHANGIR ALAM
5,168 Lượt xem · 8 ngày trước kia

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সম্মানহানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী শিমুল মিয়া ও তাঁর প্রতিবেশী আঃ কাদির। গত ৫ আগস্ট ২০২৫ তারিখে অনিবন্ধিত একটি ওয়েবসাইটে প্রকাশিত ‘বিদেশে চাকরির প্রলোভনে নির্যাতন’ শীর্ষক সংবাদকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন।
মঙ্গলবার বিকেলে বাজিতপুর উপজেলার হিলোচিয়া ইউনিয়নের বাগমারা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিমুল মিয়া। তিনি বলেন, উক্ত সংবাদে তাদের বিরুদ্ধে বিদেশগামী এক ব্যক্তিকে নির্যাতন ও প্রতারণার অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা এবং ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
শিমুল মিয়া জানান, সংবাদে উল্লিখিত লিটন বর্তমানে বিদেশে সুস্থভাবে কর্মরত আছেন এবং নিয়মিত বেতন পাচ্ছেন। তাকে কেউ কোথাও নির্যাতন করেনি—এমন তথ্য তারা নিশ্চিত হয়েছেন। বরং লিটন বিদেশে প্রথম দিকে তিন মাস তাঁর (শিমুল) সঙ্গে ছিলেন এবং থাকার সময় সমস্ত খরচ তিনিই বহন করেছেন।
তিনি অভিযোগ করেন, লিটনের কাছ থেকে পাওনা টাকা চাইতে গেলে উল্টো তাঁর বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করে মিথ্যা অভিযোগ তোলা হয়। একই সঙ্গে এক ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তাদের কাছে টাকা দাবি করেছিলেন, টাকা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
আঃ কাদির তাঁর বক্তব্যে বলেন, তাঁরা কোনো প্রতারণা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নন। এলাকার মানুষের সঙ্গে কথা বললেই সত্যতা যাচাই করা যাবে। মিথ্যা সংবাদে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রকাশিত সংবাদের সমস্ত অভিযোগের কোনো আইনি ভিত্তি নেই এবং তা ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও মানহানি করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

MD JAHANGIR ALAM
10,648 Lượt xem · 15 ngày trước kia

⁣কিশোরগঞ্জের বাজিতপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি' উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় বাজিতপুর বাজার বাশমহ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাজিতপুর উপজেলা বিএনপির আয়োজনে, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন সালোক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মামুন এবং জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা একে এম ফজুলুল হুদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক নাদভি চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ আহমেদ, যুবদল নেতা সোহাগ পারভেজ, দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা ফজলে নুর রাব্বি এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের আন্দোলনের প্রেরণা। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।


র‍্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
সারা শহরজুড়ে এক প্রাণবন্ত ও গণজাগরণের আবহ সৃষ্টি হয়।

MD JAHANGIR ALAM
2,645 Lượt xem · 15 ngày trước kia

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৫/০৮/২৫ইং রোজঃমঙ্গলবার সকাল এগারো ঘটিকায় বাজিতপুর উপজেলার রেজু মার্কেট থেকে এই গণ মিছিল শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁশ মহলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা আমীর ডাঃমোঃইয়াকুত আলী,সাবেক আমীর আবু তাহের মাষ্টার,নায়েবে আমীর ফারুক আহাম্মদ,সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ,কর্মপরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাজিতপুর উপজেলা সাবেক সভাপতি নুর মোহাম্মদ,পৌর সভাপতি হাজী আব্দুল হক,হিলচিয়া ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম,পিরিজপুর ইউনিয়ন সভাপতি ডাঃহাবিবুর রহমান,হালিমপুর ইউনিয়ন সভাপতি রুবেল খান,সরারচর ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান রাজন,গাজিচর ইউনিয়ন সভাপতি কাজী আব্দুল কাইয়ুম,দিলালপুর ইউনিয়ন সভাপতি শফিকুল ইসলাম,বলিয়াদী ইউনিয়ন সভাপতি ইন্জিনিয়ার জাহান মিয়া,দিঘিরপাড় ইউনিয়ন সভাপতি মাসুম মিয়া,কৈলাগ ইউনিয়ন, হুমাইপুর ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী খান,মাইজচর ইউনিয়ন সভাপতি হাজী আনোয়ার।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা সভাপতি হিজবুল্লাহ,সেক্রেটারী আরাফাত হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিনে জুলাই গণঅভ্যুত্থান এর চেতনা কে ধারন করে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। অতি দ্রুত বিচার কার্যক্রম শেষ করে একটি অবাদ সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার এর প্রতি আহবান জানান। আগামী দিনের সংসদ কোরআনের সংসদ,আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী জাতীয় নির্বাচনে সৎ,যোগ্য,লোকদের নির্বাচিত করার আহবান জানান।

MD JAHANGIR ALAM
10 Lượt xem · 18 ngày trước kia

কিশোরগঞ্জের বাজিতপুরে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাজিতপুর উপজেলা শাখা আজ
২ আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলার সরারচর ইসলামিয়া ফাযিল মাদরাসা মাদরাসার অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়
উপজেলা শিবিরের সভাপতি হিজবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী আরাফাত এর পরিচালনায় এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সভাপতি হাসান আল মামুন,বিশেষ অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিষয়ক সম্পাদক সাঈদ বিন হাবিব,জেলা অফিস সম্পাদক মুজাহিদ বিল্লাহ,সরারচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসার অধ্যাক্ষ মুফতি শফি উদ্দিন, বাজিতপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃমোবারক উল্লাহ , বাজিতপুর উপজেলা মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নুরুজ্জামান আশরাফ, সরারচর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান রাজনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় ১২ জন জিপিএ ৫ সহ সর্বমোট ১০০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

MD JAHANGIR ALAM
24 Lượt xem · 25 ngày trước kia

⁣বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরে এক বর্ণাঢ্য ও শক্তিশালী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এ মিছিলটি আয়োজিত হয়। মিছিলটি ভাগলপুর দেওয়ান বাড়ি থেকে শুরু হয়ে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে ভাগলপুর জারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজিতপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়।

MD JAHANGIR ALAM
3,726 Lượt xem · 1 tháng trước kia

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পৈলানপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিফাত ও হৃদয় নামের বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় বাজিতপুর-সরারচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

MD JAHANGIR ALAM
4,672 Lượt xem · 1 tháng trước kia

বিএনপি নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যাচার ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের বাজিতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার ১৪ জুলাই বিকেল ৪টায় বাজিতপুর বাজারের বাশমহল থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সিনেমাহল মোড় হয়ে বাজার প্রদক্ষিণ করে মিছিলটি আবার বাশমহলে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বাজিতপুর উপজেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা।

সমাবেশে মনিরুজ্জামান মনির বলেন তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে জামাত, চরমোনাই এবং এনসিপির সঙ্গে মিলে একটি মহল পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে, যা একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র।
তিনি আরও বলেন, “যারা দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের জায়গা বাংলাদেশে নয়। তাদের ঠিকানা দিল্লি, নয়তো পাকিস্তানের পিন্ডিতে হওয়া উচিত।

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা আমিনুল হক মোস্তফা বলেন “শহীদ জিয়ার বিএনপির বিরুদ্ধে এখন চতুরদিক থেকে ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা ইনশাল্লাহ সেই ষড়যন্ত্র রুখে দেব।

বক্তারা আরও অভিযোগ করেন, সরকার ও তাদের মিত্ররা দমন-পীড়নের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করতে চায়। কিন্তু বিএনপি রাজপথেই এর জবাব দেবে। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

MD JAHANGIR ALAM
28 Lượt xem · 1 tháng trước kia

⁣বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদার সমর্থনে আজ বিকেলে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের অন্তর্গত ভাগলপুরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ভাগলপুর বাসস্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ জনগণ।
সমর্থকদের ভাষ্য, “তিনি জাতীয় রাজনীতিতে একজন অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তার ভূমিকা অবিস্মরণীয়।”

MD JAHANGIR ALAM
19 Lượt xem · 2 tháng trước kia

⁣কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ৫নং হালিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ধুবীপাথর গ্রামে পাওনা টাকা পরিশোধ না করায় রিপন মিয়া নামের এক যুবককে আটকে রেখে অমানবিক ও নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অভিযুক্ত হিসেবে স্থানীয় স্বেচ্ছাসেবকদলের নেতা রাজিব খান পাঠানের নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, রাজিব খান ও তার লোকজন রিপন মিয়াকে জোরপূর্বক আটক রেখে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।

MD JAHANGIR ALAM
11 Lượt xem · 2 tháng trước kia

⁣কিশোরগঞ্জের নিকলী উপজেলার জাড়ইতলা ইউনিয়নের সাজনপুর ও শাহপুর গ্রামের মধ্যে ঘটে গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ।
ঘটনার সূত্রপাত হয় গতকাল ১৩ জুন ২০২৫, শুক্রবার রাতে আয়োজিত একটি গানের আসরকে কেন্দ্র করে। পরদিন শনিবার বিকেলে তা ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়

MD JAHANGIR ALAM
11 Lượt xem · 2 tháng trước kia

⁣গতকাল (৯ জুন) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনের ছাদে ওঠাকে কেন্দ্র করে কিশোর গ্যাংদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভৈরব রুটের একটি যাত্রীবাহী ট্রেন সরারচর স্টেশনে প্রবেশ করলে একদল কিশোর গ্যাং সদস্য ছাদে ওঠার জন্য প্রতিযোগিতা শুরু করে। এসময় জায়গা দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুইটি গ্যাংয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়।

পরে তা হাতাহাতি ও তুমুল মারামারিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোররা লাঠিসোটা এবং হাতের কাছে পাওয়া বিভিন্ন বস্তু দিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, সম্প্রতি বাজিতপুরসহ আশপাশের এলাকায় কিশোর গ্যাংদের সক্রিয়তা বাড়ছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
ট্রেনের ছাদে ওঠা যেমন জীবনের জন্য বিপজ্জনক, তেমনি গ্যাং কালচারের এই ধরনের সহিংসতা আরও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

MD JAHANGIR ALAM
21 Lượt xem · 2 tháng trước kia

কিশোরগঞ্জের ⁣বাজিতপুর বাজারের বাজাজ মোটরসাইকেল শোরুমে গত রাত আনুমানিক ১টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই সময় বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল এবং রাস্তাঘাট ছিল ফাঁকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ শোরুমের ভেতর থেকে আগুন ও ধোঁয়ার বিশাল শিখা বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। বাজার বন্ধ থাকায় আশপাশে সাধারণ মানুষের উপস্থিতি কম ছিল, ফলে আগুন প্রথম দিকে দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে শোরুমের ভেতরে থাকা বেশ কিছু নতুন মোটরসাইকেল, যন্ত্রাংশ ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

শোরুম মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ভাগ্যক্রমে, রাতের বেলায় বাজার বন্ধ থাকায় আশপাশের অন্য দোকানগুলোতে আগুন ছড়ায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এই ঘটনার পর বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দিকে আরও জোর দেয়ার প্রয়োজন রয়েছে। বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থাপনা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি।

MD JAHANGIR ALAM
13 Lượt xem · 3 tháng trước kia

বাজিতপুর প্রতিনিধিঃ ⁣পবিত্র ঈদুল আজহা সামনে রেখে আজ বাজিতপুর বাজারের কুরবানির পশুর শেষ হাটে ছিল উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের পশু কেনার ধুম পড়েছে পুরো এলাকায়। গরু বিক্রেতা, ক্রেতা এবং কৌতূহলী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো হাট এলাকা।

সকাল থেকেই বাজারের রাস্তাগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। দুপুর গড়াতেই সেই ভিড় রূপ নেয় মেলা-মুখর পরিবেশে। দূরদূরান্ত থেকে আসা গরু ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার গরু নিয়ে হাটে হাজির হয়েছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এবার বাজারে গরুর সরবরাহ বেশ ভালো। চাহিদা অনুযায়ী বড়, মাঝারি ও ছোট আকৃতির গরু পাওয়া যাচ্ছে।

হাটে কথা হয় কয়েকজন ক্রেতার সঙ্গে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “শেষ মুহূর্তে এসে ভালো গরু পেয়েছি। দাম কিছুটা বেশি মনে হলেও মানসম্পন্ন গরুর জন্য এটা মেনে নিতে হয়েছে।”

অন্যদিকে এক বিক্রেতা জানান, “এবার গরুর দাম তুলনামূলক কম। তবে শেষ দিনে বিক্রি বেশি হচ্ছে।”

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং বাজিতপুর থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা সার্বক্ষণিক টহল দিচ্ছেন। রয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিও।

হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি বহু উৎসুক মানুষও গরু দেখতে এসেছে। ছোটদের মাঝে দেখা গেছে ঈদের আনন্দের ছোঁয়া।

সব মিলিয়ে ঈদকে সামনে রেখে বাজিতপুর বাজারের শেষ কুরবানির পশুর হাট পরিণত হয়েছে এক প্রাণবন্ত, উৎসবমুখর পরিবেশে।

MD JAHANGIR ALAM
1,031 Lượt xem · 3 tháng trước kia

⁣বাজিতপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের ভাগিনা এবং দিলালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নোবেল-এর বিরুদ্ধে সৌদি আরবে থাকা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নোবেল গত ৫ই আগস্ট সৌদি আরবে পালিয়ে যান। সৌদিতে গিয়ে তিনি বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন কাজে নিয়োগ দেন। কিন্তু ৩/৪ মাস ধরে শ্রমিকদের পাওনা বেতন পরিশোধ না করে সেই অর্থ আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, এভাবে তিনি প্রায় ২০০ জনের বেশি বাংলাদেশি শ্রমিকের বেতন হাতিয়ে নেন।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, চেয়ারম্যান কিবরিয়া নোবেল নিজের পরিচয় ও রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাদের আস্থা অর্জন করেন। তারপর কাজ করিয়ে বেশ কয়েক মাসের বেতন আটকে রাখেন। বেতনের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি নানা আশ্বাস দেন। শেষে হঠাৎ করেই ৫ আগস্ট সৌদি আরবে গা ঢাকা দেন। বর্তমানে তার সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

MD JAHANGIR ALAM
18 Lượt xem · 3 tháng trước kia

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের আগরপুর গরু হাটে বিক্রেতাদের মধ্য ষাঁড় গরু বাধা নিয়ে হট্টগোল।

MD JAHANGIR ALAM
26 Lượt xem · 3 tháng trước kia

⁣বাজিতপুর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহাসিক সরারচর গরুর হাটে এবারের চিত্র একেবারেই ভিন্ন। বর্ষণ ও কাদাপানিতে হাটের পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে, আর এর প্রভাব পড়েছে গরুর কেনাবেচায়। হাটে গরুর সংখ্যা থাকলেও কেনাবেচা হয়েছে কম, দামও ওঠেনি প্রত্যাশামতো।

স্থানীয় ও মৌসুমি ব্যবসায়ীরা জানাচ্ছেন, হাটে এবার দুই লাখ টাকার বেশি দামের গরু আসেনি। বেশিরভাগ গরুর দাম এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। বড় গরু আনতে পরিবহন সমস্যা, খরচ ও বাজার অনিশ্চয়তার কারণেই অনেকে পিছিয়ে আছেন।

এক বিক্রেতা বলেন, “বৃষ্টির কারণে মাঠে কাদা জমেছে, গরু হাঁটানো যাচ্ছে না। ক্রেতারা এসে ঘুরে যাচ্ছেন, কিনছেন না।”
এক ক্রেতা জানান, “ভালো গরু আছে, কিন্তু কাদা আর পানির কারণে গরুগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। দামও অনেকটাই অপরিষ্কার।”

হাট কর্তৃপক্ষ জানায়, পূর্বপ্রস্তুতি থাকলেও হঠাৎ ভারি বৃষ্টিতে হাটে পানি জমে গেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরবর্তী হাটে এমন অবস্থা না হয়, তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।


ঈদুল আযহা মাত্র ৬ দিন পর। এই সময়টায় গরুর হাটে সবচেয়ে বেশি কেনাবেচা হওয়ার কথা। কিন্তু সরারচরের মতো গুরুত্বপূর্ণ হাটে এমন মন্দা বাজারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতা ও খামারিরা।

Cho xem nhiều hơn