אהב סרטונים
মিটফোর্ডের ঘটনায় মূল অপরাধিদের গ্রেফতার করা হয়নি।
মিটফোর্ডে হ'ত্যার ঘটনায় উত্তাল ঢাবি
ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল ব্যবসায়ীর মৃত্যু নিয়ে প্রতিবাদে উত্তাল
মুরাদনগরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি গ্রামে মনির হোসেন হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও এলাকার নিরীহ মানুষদের ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আবু বক্কর, নিহত মনিরের স্ত্রী শাহিনা আক্তার, মোর্শেদা আক্তার মাসু ও উর্মি আক্তার। বক্তারা বলেন, চলতি বছরের ৩ জুলাই ইউছুফপুর গ্রামে ইবরাহীম ও শাহিদার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মনির হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তবে দুঃখজনকভাবে, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। বরং মামলার বাদী ও সাক্ষীদের উপর নানাভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত নিজাম, বাবুল, হালিম, সিয়াম ও সাব্বির বিভিন্ন সময়ে এসব মিথ্যা মামলা করে প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাসেল সওদাগর, জাকির হোসেন, মতি মিয়া, খোকন মিয়া, এরশাদ মিয়া, বাছির হোসেন, জুরু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান।
ঝালকাঠির রাজাপুরে ইসলামি আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন। এইসময় চাঁদাবাজ, টেন্ডার বাজি ও বিচারহীনতা তীব্র নিন্দা জানান।শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এ কর্মসূচি শেষ হয়।
পুরান ঢাকায় ব্যবসাহীকে প্রকাশ্য খুনিরা মেরে ফেলছে এই মেয়েটির বাবা। এ মেয়েটার দায়ভার কে নিবে
মিটফোর্ড হাসপাতালে পাথর মেরে হত্যা: ছাত্রদল নেতাদের পদত্যাগ ও জনগণের ক্ষোভ | Mitford Incident
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) এলাকায় ৯ জুলাই ২০২৫ মো. সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ১১ জুলাই ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা ও ছাত্রদলের ৮ জন নেতার পদত্যাগের ঘটনা প্রকাশ পেয়েছে। এই ভিডিওতে বিস্তারিত ঘটনা, পদত্যাগের কারণ এবং জনগণের প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে। বিচারের দাবিতে চলমান আন্দোলন ও পুলিশের আটকের খবর জানতে ভিডিওটি দেখুন। 🔔 সাবস্ক্রাইব করুন এবং লেটেস্ট আপডেট পেতে নোটিফিকেশন বেল চালু করুন!
#পাথরমেরেহত্যা #ছাত্রদল #মিটফোর্ডহাসপাতাল #পদত্যাগ #বাংলাদেশনিউজ
Cover Topic -
পাথর মেরে হত্যা, ছাত্রদল পদত্যাগ, মিটফোর্ড হাসপাতাল, যুবদল অভিযোগ, মো. সোহাগ হত্যা, পুরান ঢাকা, বাংলাদেশ নিউজ, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পুলিশ আটক, সামাজিক মাধ্যম ভাইরাল, বাংলাদেশ রাজনীতি, ২০২৫ খবর,
#পাথরমেরেহত্যা #ছাত্রদল #মিটফোর্ডহাসপাতাল #পদত্যাগ #বাংলাদেশনিউজ #যুবদল #পুরানঢাকা #বিচারেরদাবি #বাংলাদেশরাজনীতি #ভাইরাল
সাক্ষাৎকারে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এসময় তিনি বলেন, সততাটাই এখন বর্তমান রাজনীতিতে বেশিই প্রয়োজন, আমি সততাকেই প্রাধান্য দিব।
.
তারিখ: ১১ জুলাই ২০২৫ইং
বার: শুক্রবার
সময়: সন্ধ্যা ০৬.৩০ মিনিট।
.
🔹 প্রধান অতিথিঃ নূর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী বিভাগীয় অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
জুলাই বিপ্লবের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে খুলনার মাটিতে জাতীয় নাগরিক পার্টির 'জুলাই পদযাত্রা'!
সাতক্ষীরায় এনসিপি'র বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে, যা দলের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন এবং জনগণের সঙ্গে সম্পর্ক মজবুত করার লক্ষ্য নিয়ে আয়োজিত
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
জুলাই পদযাত্রায় আজ ১২ জুলাই সাতক্ষীরায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন চাঁদাবাজদের ঠিকানায় এ বাংলায় আর হবে না, আরো বলেন আমাদের জন্য নাকি তারা বলেছে পথ খোলা আছে আমরা বলছি সংস্কারের পথ এখনো খোলা আছে যদি সংস্কারের পথে না আসেন চিরদিনের জন্য বাংলার মাটি থেকে নিষিদ্ধ হয়ে যাবেন
চাঁদাবাজ কর্তৃক ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্র*তি*বাদ ও সারাদেশে অব্যাহত চাঁদাবাজি, স*ন্ত্রা*স*দের বি*রু*দ্ধে বি*ক্ষো*ভ মিছিল।
আয়োজনে : ঘাটাল উপজেলার সর্বস্তরের ছাত্র জনতা।
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের মিছিল
ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক দুটি ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার পর ভুয়া মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. ওয়াছিকুল আজাদ বর্তমানে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ ঘটনায় ওই ব্যবসায়ী শুক্রবার (১১ জুলাই) বিকালে উপজেলার মেদিলা বাজারে একটি সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যায় তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে যায় আওয়ামী শ্রমিকলীগের সক্রিয় সদস্য রিপন সরকার ও তার সহযোগীরা। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি চেকে এবং একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।
পরে ওই চেক জাল করে ৩৯ লাখ ৬ হাজার ও ৩০ লাখ ৪০ হাজার টাকার ভুয়া দাবি দেখিয়ে মামলা দায়ের করা হয়। এমনকি ঈদের আগে আবারও তাকে হুমকি দেওয়া হয় বলে জানান আজাদ।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে পোষ্ট মাস্টার আলম হোসেনের বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখলের গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী লাল মিয়া জানান, করোনা মহামারির সময় তিনি বাবুল মিয়ার কাছ থেকে ১০ শতক জমি ক্রয় করেন। তবে অভিযোগ রয়েছে, পোষ্ট মাস্টার আলম হোসেন সেই জমি না মেপেই জোরপূর্বক তার বসতবাড়ির অংশসহ অতিরিক্ত সরকারি জায়গাও দখল করে নেন।
লাল মিয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে আলোচনায় গেলে পোষ্ট মাস্টার আলম হোসেন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয় গ্রাম পরিচালনা কমিটির কাছে অভিযোগ জানানো হলে তারা জায়গাটি সঠিকভাবে মেপে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। কিন্তু আলম হোসেন সেই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান এবং সরকারি পদবির প্রভাব দেখিয়ে জমিটি দখল করে রাখেন।
তিনি শুধু নিজের ক্রয়কৃত জমিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সরকারি জায়গা দখল করে ট্রাকযোগে মাটি ফেলে এবং চারপাশে টিনের বেড়া দিয়ে নিজ নামে মালিকানা দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই জায়গায় আগে একটি ক্লাব ঘর ছিল এবং সরকারি বরাদ্দে ক্লাবটি সংস্কারের প্রক্রিয়া চলছিল।
এ বিষয়ে স্থানীয় ভূমি কর্মকর্তাকে জানানো হলে তিনি সরকারি জায়গায় মাটি ভরাট বন্ধ করতে বলেন। তবে পোষ্ট মাস্টার আলম হোসেন ওই নির্দেশ অমান্য করে পুনরায় জায়গাটি দখলের চেষ্টা করেন। এক পর্যায়ে ভুক্তভোগী লাল মিয়া সাংবাদিকদের ডেকে আনেন এবং অভিযোগ দাখিল করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পোষ্ট মাস্টার আলম হোসেন বলেন, “আমি ১০ শতক জায়গা কিনেছি এবং ওই ১০ শতকের মধ্যেই বাউন্ডারি দিয়েছি। যদি কোনোভাবে অতিরিক্ত জায়গা দখল হয়ে থাকে, তাহলে আমি তা খালি করে দেব।”
তবে স্থানীয়রা দাবি করছেন, এটি সরকারি সম্পত্তি, যেখানে একটি ক্লাব ঘর ছিল এবং সেটি সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এলাকাবাসীর জোর দাবি, জায়গাটি দ্রুত পুনরুদ্ধার করে ক্লাবের সংস্কারকাজ শুরু করতে হবে এবং দখলদারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
আমলাদের বিচারের দাবিতে শাহবাগে জুলাই মঞ্চের বিক্ষোভ।
তারেক জিয়াকে উদ্দেশ্য করে বুয়েট শিক্ষার্থীদের স্লোগান, সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রল।
ঝালকাঠির সাধারণ ছাত্র ও ছাত্রীরা বর্তমানে চাঁদাবাজি, রাহাজানির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন। এটি শহরের মধ্যে থেকে ঝালকাঠি প্রেসক্লাবে এসে শেষ হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন,পাঁচবিবি উপজেরার বাগজানা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে বাগজানা ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগজানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ মুছা হারুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার,উপজেলা সেক্রেটারি মোঃ সামসুল আলম মাস্টার,বাগজানা ইউনিয়ন জামায়াতের আমির মোঃ তৌফিকুল ইসলাম,শিরট্টি ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের চলমান কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, “শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অতীতেও অগ্রণী ভূমিকা পালন করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের কল্যাণে দোয়া করা হয়।
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের খেলার মাঠ, যেটি স্থানীয় শিশুদের জন্য জনপ্রিয় একটি খেলার স্থান, আজ অবহেলিত অবস্থায় পড়ে আছে। প্রতিদিন শত শত শিশু এই মাঠে খেলাধুলা করতে আসে, কিন্তু মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও ঘাস লাগানোর অভাবে এটি যেন মৃতপ্রায়।
মাঠের পরিবেশ উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা শিশুদের খেলাধুলার অভিজ্ঞতাকে প্রভাবিত করছে। মাঠটি শুধু খেলাধুলার স্থান নয়, বরং এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাঠের বর্তমান অবস্থা সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানান, "আমরা প্রতিদিন আমাদের সন্তানদের এই মাঠে পাঠাই, কিন্তু মাঠের বেহাল দশা দেখে আমরা খুবই হতাশ। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা।"
নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষকও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ আমাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমরা আশা করি স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ড এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।"
সরকারি নীতিমালা অনুযায়ী, স্কুলের খেলার মাঠের সঠিক রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া উচিত। কিন্তু বাস্তবে এই নীতিমালা প্রায়ই উপেক্ষিত হয়। মাঠের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে স্থানীয় প্রশাসনের অনাগ্রহ বিশেষভাবে লক্ষণীয়।
বিশেষজ্ঞরা বলছেন, খেলার মাঠ শুধু শারীরিক কসরত করার স্থান নয়, এটি শিশুদের সামাজিক দক্ষতা ও সহযোগিতার অনুভূতি বিকাশে সহায়ক। মাঠের উন্নয়নের মাধ্যমে শিশুদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে, যা তাদের স্বাস্থ্য ও মনোস্তাত্ত্বিক বিকাশে সহায়ক হবে।
এই মাঠের সংস্কার না হলে ভবিষ্যতে এর আরও ক্ষতি হতে পারে এবং স্থানীয় শিশুদের জন্য খেলার সুযোগ আরও কমে আসবে। এ কারণে নন্দীগ্রামের বাসিন্দারা স্থানীয় প্রশাসন ও শিক্ষা বোর্ডের প্রতি আহ্বান জানাচ্ছেন, যেন তারা দ্রুত মাঠের উন্নয়নে পদক্ষেপ নেয়।
অবশেষে, নন্দীগ্রাম পাইলট হাই স্কুলের মাঠের সংস্কার ও রক্ষণাবেক্ষণ একটি জরুরি প্রয়োজন। আশা করা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে এবং মাঠটি পুনরায় শিশুদের খেলার উপযোগী করে তুলবে।
