Najnoviji video zapisi

MD IMRAN MUNSHI
103 Pogledi · 11 sati prije

ঝালকাঠি জেলা প্রেসক্লাবের সামনে জেলা ছাত্র দলের উদ্যোগ বিক্ষোভ মিছিল পালন হয়।এইসময় তারা জানান কেন্দ্র ঘোষিত কর্মসূচি এর অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। ছাত্র দল রাজপথের লড়াকু সৈনিক হিসেবে চাঁদাবাজির বিরুদ্ধে এর লড়াই চলবে।

MD IMRAN MUNSHI
359 Pogledi · 11 sati prije

এখানে ঝালকাঠির জেলার সকল উপজেলার প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময়ে বক্তরা বলেন যে এই বিদ্যালয়ের শিক্ষকদের বর্তমানে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এছাড়া যে মানের শিক্ষা দেওয়া উচিত তা ব্যাহত হচ্ছে। তাই এই প্রতিষ্ঠান গুলোকে জাতীয়করন করনের দাবি জানিয়েছেন।

MD IMRAN MUNSHI
1,815 Pogledi · 1 dan prije

ঝালকাঠিতে আজকে এনসিপি এর কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা কর্মসূচি। তবে বৈষম্য বিরোধী এর দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে একটি উত্তপ্ত পরিস্থিতি এর সৃষ্টি হয়।

MD IMRAN MUNSHI
4,400 Pogledi · 2 dana prije

⁣আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, তাদের রেখে যাওয়া চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতনের সিস্টাম পাল্টায়নি। এখনো আমাদের সমাজে চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতন চলছে। এই সিস্টামকে পাল্টাতে হবে। চাঁদাবাজ মুক্ত এক নতুন বাংলাদেশ গড়তে হবে। এ কথাগুলো বলেছে জাতীয় নাগরিক পার্টির এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম

MD IMRAN MUNSHI
2,627 Pogledi · 2 dana prije

ঝালকাঠির রাজাপুরে আজকে বিকালে এনসিপি এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম ও ডাঃ তাসনিম জারা এবং আখতার হোসেন এর পদযাত্রা কর্মসূচি। এরপরে শহীদ রাকিব এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন নাহিদ ও এনসিপি নেতৃবৃন্দরা।

MD IMRAN MUNSHI
4 Pogledi · 3 dana prije

ঝালকাঠির সাধারণ ছাত্র ও ছাত্রীরা বর্তমানে চাঁদাবাজি, রাহাজানির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন। এটি শহরের মধ্যে থেকে ঝালকাঠি প্রেসক্লাবে এসে শেষ হয়।

MD IMRAN MUNSHI
11 Pogledi · 3 dana prije

ঝালকাঠির রাজাপুরে ইসলামি আন্দোলন এর উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন। এইসময় চাঁদাবাজ, টেন্ডার বাজি ও বিচারহীনতা তীব্র নিন্দা জানান।শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এ কর্মসূচি শেষ হয়।

MD IMRAN MUNSHI
3 Pogledi · 3 dana prije

ঝালকাঠির কাঁঠালিয়াতে আগামীকাল সদস্য নবায়ন সহ কেন্দ্রীয় কমিটির রফিকুল ইসলাম জামাল এর আগমন উপলক্ষে দিকনির্দেশনা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতে শৌলজালিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ কিভাবে অংশগ্রহণ করবেন সেবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

MD IMRAN MUNSHI
14 Pogledi · 3 dana prije

ঝালকাঠির কাঠালিয়ায় পুকুরে
রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন মাছ চাষের পুকুরে রাসায়নিক সারের বিষ ক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে । পুকুরটির মালিক স্থানীয় ছাত্রদল নেতা ইমরান গোলদার। ছাত্রদলের চার বন্ধু মামুন পোদ্দার, ইমরান গোলদার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ মিলে দীর্ঘ ৮-১০ বছর ধরে ওই পুকুরে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন।
আজ ১১ জুলাই শুক্রবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়ায় এবং প্রায় সব মাছ মরে ভেসে উঠে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ইমরান গোলদার জানান," মাছ চাষ করা পুকুরের পাশে আমুয়া বাজারের সারের ডিলার সাইফুল ইসলামের রাসায়নিক সারের গুদাম রয়েছে। এ গুদামে ঘটনার দিন ধারন ক্ষমতার চেয়ে তিন চার গুন বেশি রাসায়নিক সার মজুদ করা ছিলো। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় গুদাম ঘরটি দেবে গিয়ে প্রায় ৩ টন রাসায়নিক সার পুকুরে পড়ে যায়। পানির সাথে সার মিলে বিষ ক্রিয়া তৈরি হয়, এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা যায়"।
ক্ষতিপূরণের বিষয়টি স্থানীয় মুরব্বীদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

MD IMRAN MUNSHI
2,348 Pogledi · 4 dana prije



মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজী শহিদুল ইসলাম বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আযীযুর রহমান কায়েদ প্রতিষ্ঠিত এই মাদরাসায় এবার পাসের হার ৯৯ দশমিক ৭৭ শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৫৪ শতাংশ। অন্যদিকে ঢাকার দারুন্নাজাত আলিয়া মাদরাসায় পাসের হার ছিল ৯৬ শতাংশ এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ৯৭ শতাংশ। গড় ফলাফলে এনএস কামিল মাদরাসা দেশের সেরা হিসেবে বিবেচিত হয়েছে।

মেধা ও চরিত্র বিকাশে অতুলনীয় এই শিক্ষা প্রতিষ্ঠান এবারও মাদরাসা বোর্ডে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও ৯৯.৭৭% পাশের হার নিয়ে মাদরাসাটি ফলাফলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
• মোট অংশগ্রহণকারী: ৪২৭ জন
• মোট কৃতকার্য: ৪২৬ জন
• পাশের হার: ৯৯.৭৭%
• মোট A+: ২২৭ জন
• মোট A গ্রেড: ১৮৫ জন
বিভাগভিত্তিক সাফল্য:
• সাধারণ বিভাগ: A+ ১১০ জন, A গ্রেড ১২৯ জনমেধা ও চরিত্র বিকাশে অতুলনীয় এই শিক্ষা প্রতিষ্ঠান এবারও মাদরাসা বোর্ডে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। প্রতি বছরের ন্যায় এবারও ৯৯.৭৭% পাশের হার নিয়ে মাদরাসাটি ফলাফলের শীর্ষে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
• মোট অংশগ্রহণকারী: ৪২৭ জন
• মোট কৃতকার্য: ৪২৬ জন
• পাশের হার: ৯৯.৭৭%
• মোট A+: ২২৭ জন
• মোট A গ্রেড: ১৮৫ জন
বিভাগভিত্তিক সাফল্য:
• সাধারণ বিভাগ: A+ ১১০ জন, A গ্রেড ১২৯ জন
• বিজ্ঞান বিভাগ: A+ ১১৭ জন, A গ্রেড ৫৬ জন
এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন!
শিক্ষাক্ষেত্রে এমন গৌরবময় সাফল্য অর্জনে আপনার মতামত কী? কমেন্ট করে জানান!
• বিজ্ঞান বিভাগ: A+ ১১৭ জন, A গ্রেড ৫৬ জন
এই সাফল্যের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন!


‎এদিকে এসএসসি পরীক্ষায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২২২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ২১২ জন কৃতকার্য হয় এবং ৫৪ জন জিপিএ-৫ অর্জন করে। ‎সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন অংশ নিয়ে ২১২ জন পাস করে, যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন।



এছাড়াও কাঁঠালিয়া ও নলছিটি থেকে এবারে পরীক্ষার পাশের হার তুলনামূলক আগের থেকে কম।

MD IMRAN MUNSHI
5 Pogledi · 7 dana prije

ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুরে টানা বৃষ্টিপাতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। সোমবার সকাল থেকে একনাগাড়ে বৃষ্টির কারণে উপজেলাজুড়ে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। কর্মমুখী মানুষ ঘর থেকে বের হতে না পারায় খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে পড়েছে বড় ধরনের ধস।

ঝালকাঠির কাঁঠালিয়াতে ও রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন ইউনিয়নের বাজার এলাকা, বাসস্ট্যান্ড, উপজেলা সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা গেছে সড়কে যানবাহন নেই বললেই চলে। লোকজনের চলাচলও ছিল একেবারে সীমিত। বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। বিশেষ করে দিনমজুর, রিক্সা চালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ নিম্নআয়ের মানুষজন আজ কাজের সুযোগ না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

একাধিক রিকশাচালক মোটরসাইকেল চালকরা বলেন, "সকালে বের হইছি, কিন্তু যাত্রী নাই। ভিজে ভিজে এখনো এক টাকা ইনকাম করতে পারি নাই। কীভাবে ঘরে খাবার উঠবে জানি না।"

বৃষ্টির কারণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিন্মাঞ্চল প্লাবিত হওয়ায় বাড়ি থেকে বের হওয়াও কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের চলাচলেও চরম অসুবিধা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বরিশাল ও আশপাশের অঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

MD IMRAN MUNSHI
6,569 Pogledi · 9 dana prije

⁣বিয়ের দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়াতে পরীক্ষা একদিকে আরেকদিকে হৃদয় ভাঙার আর্তনাদ। প্রেমিকের বিয়েতে অস্বীকৃতির পর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার জোড়খালী গ্রামে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন এক এইচএসসি পরীক্ষার্থী তরুণী। জানিয়েছেন, বিয়ে না করলে আত্মহত্যা করবেন। প্রেম, প্রতারণা আর পারিবারিক চাপের এই নাটকীয় ঘটনায় তোলপাড় পুরো এলাকা।

বিয়ের দাবিতে প্রেমিক বায়জিদ হোসেনের বাড়িতে হাজির হন ফারজানা আক্তার (১৮)। দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চললেও হঠাৎ করেই বায়জিদ সরে যান। সেই আঘাতে চরম সিদ্ধান্ত নেন ফারজানা। প্রেমিকের বাড়ির উঠোনেই রাত কাটান অনশন করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফারজানা স্থানীয় একটি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। আগামীকাল তার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। কিন্তু অনশন ও মানসিক চাপের কারণে পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ফারজানা সাংবাদিকদের বলেন,
“আমি কারও বাড়িতে এসে ঘরজামাই বানাতে আসিনি, আমি আমার অধিকার চাই। বিয়ে না করলে আমি ম রে যাব।”

বায়জিদের পরিবারের ভাষ্য, ছেলেকে ফাঁসানোর জন্য পরিকল্পিতভাবে ফারজানা এমন কাণ্ড করছেন। তবে মেয়েটির পরিবার বলছে, “আমরা গ্রামবাসীর সামনে মাথা উঁচু করে থাকতে চাই। মেয়েকে নিয়ে কেউ খেললে তাকে ছাড় দেওয়া হবে না।”

এদিকে প্রেম ও অনশনের এমন নাটকীয় ঘটনায় পুরো জোড়খালী গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ। কেউ কেউ বলছেন, এটি প্রেমের জয়—আবার কেউ বলছেন, তরুণ প্রজন্মের বিপর্যস্ত মানসিকতার করুণ চিত্র।

MD IMRAN MUNSHI
12 Pogledi · 9 dana prije

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন। এসময়ে উপস্থিত ছিলেন ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় কমিটির জননেতা জনাব গোলাম আজম সৈকত।এছাড়াও এখানে উপজেলা কৃষক দলের সভাপতি মো: মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।এখানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্র দলের সভাপতি সৈকত রয় ও সাধারন সম্পাদক অন্তর সহ কাঁঠালিয়া উপজেলা ও ইউনিয়ন এর বহু নেতৃবৃন্দ।

MD IMRAN MUNSHI
22 Pogledi · 11 dana prije

⁣ঝালকাঠির কাঠালিয়ায় স্বৈরাচার ফ্যাসিবাদী, খুনি হাসিনার ফাঁসি ও নিষিদ্ধ সংগঠন যুব লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির একাংশের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সভা সদর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা ও সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানের আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা জাকির হোসেন, মো.পলাশ গোলদার, ফজলে খোদা সুমন খলিফা, মো.রেজাউল করিম, গোলাম কবির ও মো.জাকির হোসেন কিসলু সিকদার

MD IMRAN MUNSHI
8 Pogledi · 12 dana prije

⁣⁣

ঝালকাঠি সদর উপজেলার বিকনা এলাকায় নতুন স্টেডিয়াম সংলগ্ন একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত গভীরে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে তারা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের ভেতরের আসবাবপত্র, শাড়ি-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

বসতঘরের মালিক জানান, হঠাৎ আগুন দেখি ঘরের একাংশ দাউ দাউ করে জ্বলছে। প্রাণভয়ে পরিবারের সবাইকে নিয়ে বাইরে বেরিয়ে আসি।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় কেউ হতাহত না হলেও বড় ধরণের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

MD IMRAN MUNSHI
592 Pogledi · 14 dana prije

ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার ভান্ডারিয়া বাজারে রিক্সা শ্রমিক সমিতির নামে চাঁদা তোলার অভিযোগ রয়েছে। জানা যায় যে তারা শুধু তাদের সংগঠনের সদস্য দের থেকে টাকা উঠানোর কথা থাকলেও তারা সকল প্রকার তিন চাকার বাহন থেকে টাকা তোলার অভিযোগ পাওয়া গেছে। শুধুমাত্র শ্রমিক ইউনিয়নের একটি রেজিষ্ট্রেশনকৃত সংগঠন এর নামে সাদা কাগজে স্লিপ দিয়ে টাকা আদায় চলছে।নেই কোন মন্ত্রণালয় থেকে অনুমতি। অবৈধ উপায়ে চলছে চাঁদাবাজি। থানার এক কিলোমিটার অদুরে হওয়ার পরেও চাঁদাবাজি চলছে হুলস্থুল।

শুধু মাত্র রিক্সা সমিতির নামে তারা মিশুক,বিভাটেক,ইজিবাইক,নসিমন সহ সকল তিন চাকার যানবাহন থেকে টাকা তোলা হচ্ছে। রিক্সা সমিতির সভাপতির কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং বলেন আমরা শুধু সদস্যদের থেকেই টাকা নেই।তবে সরেজমিনের চিত্র ভিন্ন। এবিষয়ে পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের তৎপরতা নেই বললেই চলে।অনুসন্ধানমূলক প্রতিবেদন।

MD IMRAN MUNSHI
2,363 Pogledi · 14 dana prije

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. মাহমুদ হোসেন রিপনকে মারধরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে তিনি ইউনিয়ন পরিষদে গেলে মারধর করে ইউনিয়ন পরিষদ থেকে কচুয়া বাজারে নিয়ে যায় বিএনপির বিক্ষুপ্ত নেতাকর্মীরা। এ সময় ইউপি সদস্য মো. মোস্তফা কামালকে মারধর করা হয়। পরে স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে উদ্ধার তার নিজ বাড়িতে পাঠিয়ে দিলে তিনি সেখান থেকে আত্মগোপনে চলে যান।

জানাযায়, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. মাহমুদ হোসেন রিপনকে দলীয় কোন্দলের জের ধরে এবং আওয়ামী সমর্থিত হওয়ায় একই ইউনিয়ন বিএনপি’র সভাপতি (বহিষ্কৃত) শামসুল আলমের নেতৃত্বে ৪০/৫০ জন বিএনপি’র নেতাকর্মী এই হামলা ও মারধর করেন। ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
আরও জানাযায়, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি (বহিষ্কৃত) ও ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য শামসুল আলমের সাথে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনের পূর্ব শত্রুতা ছিলো। গত বছরের ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে শামসুল আলম বিএনপি প্রভাব খাটিয়ে চেয়ারম্যান রিপনকে দায়িত্ব থেকে বিতাড়িত করার চেষ্টা করে যাচ্ছিলেন এবং ইউনিয়নে বিএনপি প্রভাব খাটানোর চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে আজ সকালে রিপন চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ হতে বিতাড়িত করার জন্য এই হামলা চালান।
উল্লেখ্য, গত বছরের ০৫ আগস্ট সরকার পতনের পর কাঠালিয়ায় ০৬টি ইউনিয়নের মধ্যে ০৪ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পলাতক ও সদর ইউপি চেয়ারম্যান মারা যাওয়ায় দায়িত্ব পালন করেন প্যানেল চেয়ারম্যানরা। তবে শুধুমাত্র শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রথমে পলাতক থাকলেও পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের যোগসাজশে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে আসছিলেন।

MD IMRAN MUNSHI
13,766 Pogledi · 14 dana prije

কাঠালিয়ার আওতাধীন ৫ নং শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনকে আজকে গণধোলাই দিয়েছে জনগণ। জানা যায় টিসিবি ও বিজিএফ এর কার্ডের দেওয়ার কথা বলে তিনি লোকের কাছে বা ভুক্তভোগীদের কাছ থেকে টাকা দাবি করেছেন। বহু মানুষকে হামলা মামলা স্বীকার করছেন তারা ভুক্তভোগীরা ক্ষিপ্ত হয়ে আজকে এইরকম ঘটনা ঘটিয়েছেন।

MD IMRAN MUNSHI
5,724 Pogledi · 15 dana prije

বিষ খালি নদীটি ভাঙ্গন প্রবন হওয়ায় কাঠালিয়া রাজাপুর ও ঝালকাঠির নদী তীরবর্তী মাঝে মাঝে ভাঙ্গন বেরিবাধ ছুটে এলাকা তলিয়ে যাওয়ার মত বা জলোচ্ছ্বাস প্রবন ঘটনা ঘটে। এর ফলে জনজীবন প্রাণ হথাৎ এর ঘটনা সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তাই এই নদীর তীরে জনমানুষের প্রাণের দাবি স্থায়ী বেরিবাধ।কাঠালিয়া লঞ্চ ঘাট থেকে সরাসরি।

MD IMRAN MUNSHI
32 Pogledi · 3 mjeseca prije

ভান্ডারিয়া কাঁঠালিয়া মহাসড়কে বীনাপানি বাজার সংলগ্ন ব্রীজের সংস্কার কাজের জন্য ৭ দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে। বিকল্প কোন রাস্তার ব্যাবস্থা না করে শুধুমাত্র একটি নৌকা খেয়া। মালবাহী ও গাড়ী চলাচল বন্ধ। তবে এপাশে ও ওপাশে ইজিবাইক চলাচল করছে তবে ভাড়া তুলনামূলক একটু বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে প্রশাসন ও সড়ক পরিবহন উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ে নি।

Prikaži više