MD  IMRAN MUNSHI
MD  IMRAN MUNSHI

MD IMRAN MUNSHI

      |      

Les abonnés

   Vidéos aimées

MD IMRAN MUNSHI
8 Vues · 22 journées depuis

ভান্ডারিয়া (পিরোজপুর): পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ড থেকে ঐতিহাসিক বাজারে প্রবেশের প্রধান পথ—নাইয়াবাড়ি রোড বা টিএনটি রোড—আজ এক বিপজ্জনক 'মৃত্যুফাঁদে' পরিণত হয়েছে। বিগত সরকারের সময়ে তৈরি হলেও, নিম্নমানের কাজের কারণে রাস্তাটি দ্রুতই ভেঙেচুরে গেছে। শুধু রাস্তাই নয়, এর সঙ্গে থাকা অন্তত ৮ থেকে ১০টি ড্রেনের ঢাকনা সম্পূর্ণ উধাও বা ভেঙে গেছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজারমুখী পণ্যবাহী ভারী ট্রাক চলাচল এবং ব্যাপক পথচারীর আনাগোনা সত্ত্বেও এই প্রধান সড়কের বেহাল দশা কারও নজরে আসছে না। এই পথ দিয়ে প্রতিদিন ভান্ডারিয়ার আশেপাশের উপজেলা থেকে আসা শত শত মানুষ যাতায়াত করে। খোলা ড্রেনগুলো এবং ভাঙা রাস্তা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা।


স্কুল শিক্ষার্থীদের ঝুঁকি:
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই রাস্তার পাশেই রয়েছে ভান্ডারিয়া মডেল স্কুল। প্রতিদিন অসংখ্য কোমলমতি শিশু এই বিপজ্জনক পথ পেরিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে। সচেতন মহল মনে করছেন, সামান্য অসাবধানতার ফলেই যেকোনো শিশু বা পথচারী খোলা ড্রেনে পড়ে যেতে পারে, যা মারাত্মক দুর্ঘটনার জন্ম দেবে।


পৌরসভার টোল আদায়, সংস্কারে অনীহা:
ক্ষুব্ধ স্থানীয়রা জানান, রাস্তাটি পৌরসভার আওতাধীন। পৌর প্রশাসন নিয়মিত টোল আদায় করলেও, রাস্তার সংস্কারে তাদের কোনো আগ্রহ নেই। ড্রেনের ঢাকনা না থাকা স্থানগুলোতে স্থানীয়রাই আলগা কাঠ বা বস্তা দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেছেন, যা একটি সাময়িক এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সমাধান।


নিম্নমানের কাজের জন্য রাস্তাটির এই দুরাবস্থা—ভাঙন, গর্ত এবং খোলা ড্রেন—সব মিলিয়ে এটি এখন একটি নীরব ঘাতক। স্থানীয় জনগণ দ্রুত এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করে নাইয়াবাড়ি (টিএনটি) রোডটির পূর্ণাঙ্গ সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। জনস্বার্থে অতি দ্রুত এই সড়কের সংস্কার প্রয়োজন বলে মনে করছেন তারা।

MD IMRAN MUNSHI
15 Vues · 1 mois depuis


ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় গত রবিবার (০৫ অক্টোবর) এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একই দিনে প্রধান অতিথি এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
ফাইনাল খেলায় তাকরীম স্পোর্টিং ক্লাবের জয়
কাঠালিয়া উপজেলার বিনাপানি কে. বি. কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় তাকরীম স্পোর্টিং ক্লাব ও মুন্সিরাবাদ একাদশ। টানটান উত্তেজনার এই ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে শেষ হাসি হাসে তাকরীম স্পোর্টিং ক্লাব, তারা শিরোপা জয় করে নেয়।
খেলা শেষে প্রধান অতিথি হাবিবুর রহমান সেলিম রেজার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়েরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে ফেরার আহ্বান জানান। তিনি বলেন, "মাদক ছেড়ে মাঠে চল, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল।" তিনি সকলকে খেলাধুলার সঙ্গে যুক্ত করতে উৎসাহ প্রদান এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পাশে থাকার আশ্বাস দেন।
বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ
ফাইনাল খেলার অনুষ্ঠানে যোগদানের আগে হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দিনভর কাঠালিয়া উপজেলায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা'র লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালান।
রবিবার তিনি উপজেলার পাটিখালঘাটা, চেচরিরামপুর, মরিচবুনিয়াবাজার, ঘোষেরহাট, আমুয়া, দোগনা বাজার, সেন্টারের হাট সহ কাঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নূর হোসেন, আমুয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও কাঠালিয়া বিএনপির সিনিয়র নেতা মজিবুল হক পান্না গোলদার, মঠাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মতিউর রহমান টুকু মৃধা, কাঠালিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি তারিকুল ইসলাম, রাজাপুরের সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ, যুবদল নেতা সুমন জমাদ্দার, আমুয়া ছাত্রদল নেতা বেলাল জমাদ্দার, চেচরীরাম ইউনিয়ন ছাত্রদলের নেতা ফয়সাল হোসেন প্রিন্স, কাঠালিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের নেতা মঈন মুন্সী সহ রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

MD IMRAN MUNSHI
19 Vues · 2 mois depuis

⁣ঝালকাঠির ১২৫ নম্বর আসনের আওতাধীন ২ নম্বর মগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে বক্তব্য রাখলেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মত বিনিময়ের উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যে ঝালকাঠি ও নলছিটি এলাকায় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, 'আমাদের এলাকায় উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।' তিনি আরও জানান, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা এবং কৃষি খাতে উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে তাদের চাহিদা এবং সমস্যা সম্পর্কে অবগত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানান। ডাঃ সিরাজী বলেন, 'জনগণের ম্যান্ডেট পেলে আমি তাদের সকল ধরনের সমস্যা সমাধানে কাজ করবো এবং উন্নত জীবনযাত্রার ব্যবস্থা করবো।'

বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ। তাদের মধ্যে অনেকেই ডাঃ সিরাজীর উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন তোলেন এবং তিনি তাদের সন্তোষজনক উত্তর প্রদান করেন। উপস্থিত জনগণ তার উন্নয়ন পরিকল্পনায় আস্থা প্রকাশ করেন এবং তাকে সমর্থন জানান।

ডাঃ সিরাজীর এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে। স্থানীয় জনগণের কাছে সাড়া ফেলেছে তার উন্নয়নের অঙ্গীকার। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই ধরনের উদ্যোগ আগামী নির্বাচনে তার পক্ষে জনমত গঠনে সহায়ক হবে।

উঠান বৈঠক সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন, এমন উদ্যোগ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম। এটি প্রার্থীকে জনগণের সমস্যা সরাসরি শুনতে ও সমাধান করতে সহায়ক হয়।

ডাঃ সিরাজী তার বক্তব্যের শেষে জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সহায়তা করেন। তার এই বক্তব্যে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ভবিষ্যতে এ ধরনের আরো উঠান বৈঠক আয়োজনের আশ্বাসও দেন তিনি।

GK Shohag
77 Vues · 6 mois depuis

⁣এখন রাত তিনটা, ⁣মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ডিওএইচএসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। কিন্তু কেন?
শুনুন তার কাছ থেকেই...

MD IMRAN MUNSHI
47 Vues · 7 mois depuis

ভান্ডারিয়া কাঁঠালিয়া মহাসড়কে বীনাপানি বাজার সংলগ্ন ব্রীজের সংস্কার কাজের জন্য ৭ দিনের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছে। এতে জনদুর্ভোগ চরমে। বিকল্প কোন রাস্তার ব্যাবস্থা না করে শুধুমাত্র একটি নৌকা খেয়া। মালবাহী ও গাড়ী চলাচল বন্ধ। তবে এপাশে ও ওপাশে ইজিবাইক চলাচল করছে তবে ভাড়া তুলনামূলক একটু বেশি নেওয়ার অভিযোগ পাওয়া যায়। তবে প্রশাসন ও সড়ক পরিবহন উল্লেখযোগ্য কোন ভূমিকা চোখে পড়ে নি।

MD IMRAN MUNSHI
25 Vues · 7 mois depuis

⁣পিরোজপুরের ভান্ডারিয়া বন্দরের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজক কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল হয়েছে।
মাহফিল আয়োজক কমিটির সভাপতি মনিরুল হক জমাদ্দারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ১৭ এপ্রিল ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির আকনের নেতৃত্বে উপজেলা চত্বরে তাফসির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা বিএনপির নেতাকর্মীর দাবির সঙ্গে সহমত পোষণ করে তাফসির কমিটি ভেঙে দেন এবং স্থানীয় মাওলানা আব্দুল জলিলকে আহবায়ক করে একটি নতুন কমিটি গঠন করে দেন।
এ তাফসিরুল মাহফিলে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ সোহেল মঞ্জর সুমনকে প্রধান অতিথি করে লিফলেট বিতরণ করে। এদিকে নবগঠিত কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন ও ভান্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে অন্য একটি গ্রুপ সোমবার সকালে (২১ এপ্রিল) ভান্ডারিয়া উপজেলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে প্রধান অতিথিকে নিয়ে আপত্তি তোলেন।
দুটি ঘটনাকেই দলীয় শৃঙ্খলা পরিপন্থী দাবি করে পিরোজপুর জেলা বিএনপি ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদারের দলীয় পদ স্থগিত করেছে। সোমবার (২১ এপ্রিল) রাতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান ওরফে লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন - জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির, আবু বক্কর সিদ্দিক বাদল ও সরদার কামরুজ্জামান চাঁন। এ তদন্ত কমিটিকে চিঠি পাওয়ার পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপি বরাবরে প্রতিবেদন দাখিলের সময়সীমা বেঁধে দেওয়া হয়।


এ বিষয়ে ভান্ডারিয়া পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীদের নিয়ে মাহফিল আয়োজক কমিটি গঠন করা হয়েছিল। আমি এই ঘটনার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্যপদ স্থগিত করার ক্ষমতা রাখে না। এমনকি পদ স্থগিতের আগে আমাকে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পৌর বিএনপির দায়িত্বশীল পদে থেকে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে ঊর্ধ্বতন নেতাদের মৌখিক নির্দেশনায় তার পদ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

MD IMRAN MUNSHI
20 Vues · 7 mois depuis

ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা।

এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি আবু মূসা সরদার,মাহবুব হোসেন,সাইফুল ইসলাম সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা।

এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি নলছিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে লঞ্চঘাট ইসলামি আন্দোলনের কার্যালয় হয়ে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এসে শেষ হয়।

MD IMRAN MUNSHI
17 Vues · 7 mois depuis

⁣পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে জেলা পরিষ্কার মার্কেটের পাশে সরকারি ফাকা যায়গায় অবৈধ ঘর তোলা হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড এবং দায়িত্বশীল প্রশাসনের লোকজনের উপস্থিত থেকে উক্ত ঘর উচ্ছেদ করা হয়।এছাড়াও ভান্ডারিয়া বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়। দায়িত্বশীল কর্মকর্তা জানান ৩-৪ বার জরিমানা ও সর্তকতা করার পরেও ফুটপাত দখল করে পথচারীদের কষ্ট দেওয়াতে কিছু দোকানের মালামাল জব্দ করা হয়।এসময়ে বাজার কমিটির সভাপতি ও দায়িত্বশীল গন উপস্থিত হলে পরে এমনটি যেন না হয় সেই নির্দেশনা দেওয়া হয়।

MD IMRAN MUNSHI
14 Vues · 7 mois depuis

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
⁣বিক্ষোভকারি প্ল্যাকার্ড , ব্যনার হাতে ’ফ্রি প্যালেস্টাইন’ স্টপ কিলিং ইন গাজা’সহ নানা শ্লোগান দেন। মিছিলটি বাসস্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

MD IMRAN MUNSHI
5 Vues · 7 mois depuis

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠিতে ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১০টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Montre plus