শ্যামনগর নীলডুমুর খেয়াঘাটের দুরবস্থা
1
0
12 Pogledi·
15/04/25
শ্যামনগর নীলডুমুর খেয়াঘাটের দুরবস্থা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর খেয়াঘাটের দুরবস্থার কারণে সাধারণ মানুষের সহ মোটরবাইক নিয়ে পারাপারের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খোলপেটুয়া নদীর অপরপারে গাবুরা ইউনিয়ন এছাড়া খুলনার কয়রা উপজেলা ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার লোকজন প্রত্যহ এই খেয়াঘাট দিয়ে যাতায়াত করে থাকেন। এই খেয়াঘাটটি সরকারিভাবে ইজারাও দেওয়া আছে বলে স্থানীয়রা জানান। এটি সংস্কারের জন্য ভুক্তভোগিমহল যথাযথ কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন।
Prikaži više
0 Komentari
sort Poredaj po