close

লাইক দিন পয়েন্ট জিতুন!

次に

রাজশাহীতে নবী (সাঃ) কে নিয়ে কটূক্তি গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী

13 ビュー· 22/04/25
Rahmatullah Ashik
Rahmatullah Ashik
19 加入者
19
犯罪

⁣রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করায় এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় তার গলায় জোতার মালাও পড়ানো হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে আটক যুবকের নাম সাগর কুমার সাহা। তিনি নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।
রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মিয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে এবং বুধবার তাকে আদালতে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に