নেত্রকোনায় এক প্রতিবন্ধীর জালে ধরা পড়েছে ৬০ ওজনের বাঘাই মাছ
1
0
15 مناظر·
20/03/25
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ধনু নদীতে গাগলাজুর ঘাটে এক শারীরিক প্রতিবন্ধীর জালে ধরা পড়ল ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ।
স্থানীয় বাজারে ৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ টি ৮৬০ টাকা কেজি ধরে বিক্রি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, শারীরিক প্রতিবন্ধী হোসেন মিয়ার বাড়ি একই উপজেলার মান্দারবাড়ি গ্রামে।
তিনি জাল দিয়ে প্রতিবছর ধনুনদীথেকে একটি করে বাঘাইড় মাছ ধরে থাকেন।
مزید دکھائیں
0 تبصرے
sort ترتیب دیں