InShot_20250419_135855632
1
0
7 意见·
19/04/25
রূপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রূপগঞ্জ ( শান্ত মিয়া)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গলায় ফাঁস দেওয়া যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার ভূলতা ইউনিয়নের হাটাবো এলাকায় পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন (৩০) নামে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজিব ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে পারটেক্স সুগারমিলে শ্রমিক হিসেবে কাজ করতো।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারটেক্স সুগার মিলের ভিতর থেকে রাজিব হোসেন নামে শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
显示更多
0 注释
sort 排序方式