close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
চট্টগ্রামে চাঁদা না দেয়ায় ইবনে সীনার ডাক্তাকে রক্তাক্ত করলো বিএনপির নেতারা
3
0
9,883 意见·
12/08/25
চট্টগ্রামের বাকলিয়ায় ইকবাল হোসেন নামে এক চিকিৎসকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায় ফেসবুক লাইভে এসে তার বাঁচার আকুতি এরমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, ভবন নির্মাণের সময় চাঁদা না দেয়ায় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় বারবার ৯৯৯-এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ করেন তিনি।
显示更多
0 注释
sort 排序方式