close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

Bir sonraki

ভিপি নূরকে বে‘ধ‘ড়‘ক পে‘টা‘ল সেনা ও পুলিশ সদস্যরা

87,060 Görünümler· 29/08/25
İçinde Politika

ঢাকায় গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা নুরুল হক নুর। শুক্রবার বিকেলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ জানান, আকস্মিক এই সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, দুই থেকে তিন শতাধিক ব্যক্তি হামলায় অংশ নেয়, যাদের মধ্যে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা ছিলেন।

হানিফ বলেন, “আমাদের নেতা-কর্মী ও সমর্থকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তবে শেষ পর্যন্ত আমরা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হই এবং হামলাকারীরা পিছু হটে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki