close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

Suivant

ভালুকায় ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে চেকে স্বাক্ষর, পরে ভুয়া মামলার অভিযোগ

15,792 Vues· 12/07/25
Shazzadul Alam Khan
Shazzadul Alam Khan
1 Les abonnés
1

⁣ময়মনসিংহের ভালুকায় এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক দুটি ব্যাংক চেকে স্বাক্ষর নেওয়ার পর ভুয়া মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. ওয়াছিকুল আজাদ বর্তমানে পরিবারসহ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় ওই ব্যবসায়ী শুক্রবার (১১ জুলাই) বিকালে উপজেলার মেদিলা বাজারে একটি সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারি সন্ধ্যায় তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে একটি ঘরে নিয়ে যায় আওয়ামী শ্রমিকলীগের সক্রিয় সদস্য রিপন সরকার ও তার সহযোগীরা। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে শাহজালাল ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি চেকে এবং একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

পরে ওই চেক জাল করে ৩৯ লাখ ৬ হাজার ও ৩০ লাখ ৪০ হাজার টাকার ভুয়া দাবি দেখিয়ে মামলা দায়ের করা হয়। এমনকি ঈদের আগে আবারও তাকে হুমকি দেওয়া হয় বলে জানান আজাদ।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant