close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

अगला

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে: ইকবাল হাসান মাহমুদ টুকু

23 विचारों· 02/09/25
Juwel Hossain
Juwel Hossain
37 ग्राहकों
37

⁣বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ড. ইউনূস আমাদের বলেছেন, তিনি ফেব্রুয়ারিতেই নির্বাচন করবেন। এ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে। এজন্য কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

তিনি বলেন, “আমি আবারও স্পষ্ট করে বলছি— যদি নির্বাচন চাও, তাহলে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না। বিএনপির দায়িত্ব সারা দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা, যাতে সুষ্ঠু নির্বাচন হয়।”

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত আনন্দ র‍্যালির আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু আসন্ন দুর্গাপূজার শান্তিপূর্ণ আয়োজন নিয়েও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান। তিনি বলেন, “আগামীতে দুর্গাপূজা হবে। এই পূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের। আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি, এই দায়িত্ব আমরা নিলাম। গতবারও করেছি, এবারও করব।”

বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

और दिखाओ

 1 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


Sharier Shohan
Sharier Shohan 2 महीने पहले

আইন শৃঙ্খলার দায়িত্ব বিএনপিকে দেয়া হোক চাদাবাজি করার জন্য।

1    0 जवाब
Juwel Hossain
Juwel Hossain 2 महीने पहले

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

   0    0
और दिखाओ

अगला