Trending

Sujat Molla
4 Visninger · 10 timer siden

নুরের ওপর হা'ম'লা'র প্রতিবাদে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ, উ'ত্তা'ল বি'ক্ষো'ভ মিছিল

Md Abu Rayhan
4 Visninger · 4 timer siden

⁣বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমকালো ও উৎসব মূখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র ফাইনাল খেলা।

গত শুক্রবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর - কালিকাপুর রহমানিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এবং সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদ মেম্বারের সভাপতিত্বে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’র ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন আহমেদ বাসু।

ফাইনালে ওমর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা মুখোমুখি হন কাকা সুপার কিংস টিমের খেলোয়াড়দের। টানটান উত্তেজনায় ভরপুর খেলায় ট্রাইভেকারে ২ - ০ গোলের ব্যবধানে ওমর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে কাকা সুপার কিংস টিম জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল-আমিন সরকার প্রধান। বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা একটি জাতিকে আলোকিত করে, তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও সুস্থভাবে গড়ে তোলে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের তরুণরা এখনও খেলাধুলাকে ভালোবাসে। যদি তাদের পাশে সমাজের প্রতিটি পরিবার ও সংগঠন দাঁড়ায়, তবে আমরা মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে পারব। আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক, যিনি বাংলাদেশ ফুটবলের উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁর স্মৃতিকে ধারণ করেই আমাদের এ আয়োজন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের পাশে থাকব।

এলাকাবাসীর দাবি তুলে ধরে তিনি বলেন, রাধানগর - কালিকাপুর গ্রামের তরুণ এবং মেধাবী যুবকদের জন্য খেলার কোনো মাঠ না থাকায় খেলোয়াড়রা তাদের মেধাবিকশিত করতে পারছেন না। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া - ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাটি ও মানুষের নেতা অ্যাড. রফিক সিকদার এর নিকট একটি মাঠের জন্য জোর আবেদন এলাকাবাসীর। খেলায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জয়া ট্রাভেল’স এর স্বত্ত্বাধিকারী এস এ অলি উলাহ, পৌর শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক রাসেল মিয়া, সৌদিপ্রবাসী ফরিদ আহমেদ, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম, উজানচর ইউনিয়ন শ্রমিক দল নেতা রুহুল আমিন সরকার, উজানচর ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া প্রমূখ।

চ্যাম্পিয়ন কাকা সুপার কিংসের দলীয় ক্যাপ্টেন মাহি, সুজন, কাউসার, শিপন, শামীম, স্বপন।

রানার্স আপ দলের ওমর স্পোটিং ক্লাবের দলীয় ক্যাপ্টেন ওমর ফারুক, কবির হোসেন, হাবিবুল্লাহ, সুমন, নাজিমুদ্দিন, সজল। উক্ত খেলায় ধারাভাষ্যকার ছিলনে হোমনার মেহিদি হাসান এম বাপ্পি।

Mamun Sorder
3 Visninger · 1 dag siden

জাতীয় পার্টির অফিসের সামনে গণঅধিকার পরিষদের মিছিল, সতর্ক অবস্থানে পুলিশ

⁣ফ্যা সি স্ট আমলের বাহিনীপ্রধানদের ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন অসম্ভব

Al Mamun Gazi
3 Visninger · 6 timer siden

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী।আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার ৩১ আগস্ট বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক মোঃ আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন।(প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে। এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

MD IMRAN MUNSHI
3 Visninger · 6 timer siden

⁣রাজাপুর উপজেলার ২নং শুক্তাগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজারে বিএনপির পক্ষ থেকে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণ, যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

এই লিফলেট বিতরণের মূল উদ্দেশ্য ছিল বিএনপির নীতি ও কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং তাদের সমর্থন অর্জন করা। লিফলেটের মধ্যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির দাবিসমূহ তুলে ধরা হয়েছে।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার সালাম রাজাপুরের জনগণের কাছে পৌঁছে দেন। নেতৃবৃন্দ বলেন, 'আমরা আমাদের নেতাদের আদর্শ ও নির্দেশনা অনুযায়ী দলকে এগিয়ে নিয়ে যেতে চাই।'

এই গণসংযোগ কার্যক্রম সম্পর্কে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, 'বিএনপির এই উদ্যোগে আমরা তাদের কর্মসূচি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পেরেছি।'

গণসংযোগ কর্মসূচি শেষে বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে তাদের মতামত বিনিময় করেন এবং তাদের সমস্যাগুলো শোনেন। তারা জনগণের বিভিন্ন সমস্যার সমাধানে বিএনপির ভূমিকা এবং পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

বিএনপির এই গণসংযোগ কার্যক্রম রাজাপুরের সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এর মাধ্যমে বিএনপি স্থানীয় পর্যায়ে তাদের উপস্থিতি ও কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছে। ভবিষ্যতে এমন আরও কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

গণসংযোগের এ ধরনের উদ্যোগে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং তাদের বক্তব্য সাধারণ জনগণের মধ্যে একটি ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে পরবর্তী নির্বাচনে রাজাপুরে বিএনপির সমর্থন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Dhaka: Attack on VP Nur’s event sparks outrage among student leaders


গত শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) রাত ৯টার দিকে ঢাকার গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিবৃতিতে জানান, সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে “পরিকল্পিতভাবে সশস্ত্র একটি গ্রুপ” সেখানে হামলা চালায়।
নাজমুল হাসান বলেন,

“শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন চলাকালীন সময়ে ভিপি নূর ও উপস্থিত নেতাদের ওপর হামলা হয়েছে। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

এদিকে সংগঠনটির অন্য নেতারা অভিযোগ করেছেন, হামলার মাধ্যমে তাদের “রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা” করা হচ্ছে।
হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Dr Md Jonaid
1 Visninger · 3 timer siden

কালিগন্জ মিশন রেল ক্রসিং ুএলাকয়া ঘটে




Showing 2 out of 2