Landbouw-Economie en Handel

Md Abu Nayem
14,309 Bekeken · 7 dagen geleden

বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে গড়ে তুলেছেন ছাদ বাগান

Imtiaz Uddin
12 Bekeken · 7 dagen geleden

⁣জবিতে ফ্রেশ কোলার ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ফ্রেশ কোলার উদ্যোগে ‘ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন। দেশীয় পণ্য ফ্রেশ কোলাকে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত ও জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।
ফ্রেশ কোলা ক্যাম্পেইন টিমের অপারেশন হেড জুবায়ের আহমেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। দেশীয় ব্র্যান্ড ফ্রেশ কোলাকে প্রমোট করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট ক্যাম্পেইনের আয়োজন করেছি।”
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য সাকিব আনোয়ার, মোহাম্মদ নূর, সিয়াম, সুমাইয়া মৌ, মিস দোলা, তৌকির, মেধাধ চৌধুরী ও মাইশা তাসীন।
এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রেশ কোলার এই ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনটি ‘আইটি সোসাইটি’র আহ্বানে এবং মার্কেটিং এজেন্সি ‘ট্রি অব লাইফ’-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

Imtiaz Uddin
7 Bekeken · 7 dagen geleden

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ফ্রেশ কোলার উদ্যোগে ‘ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন। দেশীয় পণ্য ফ্রেশ কোলাকে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত ও জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।
ফ্রেশ কোলা ক্যাম্পেইন টিমের অপারেশন হেড জুবায়ের আহমেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। দেশীয় ব্র্যান্ড ফ্রেশ কোলাকে প্রমোট করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট ক্যাম্পেইনের আয়োজন করেছি।”
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য সাকিব আনোয়ার, মোহাম্মদ নূর, সিয়াম, সুমাইয়া মৌ, মিস দোলা, তৌকির, মেধাধ চৌধুরী ও মাইশা তাসীন।
এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রেশ কোলার এই ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনটি ‘আইটি সোসাইটি’র আহ্বানে এবং মার্কেটিং এজেন্সি ‘ট্রি অব লাইফ’-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

Imtiaz Uddin
1,706 Bekeken · 7 dagen geleden

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ফ্রেশ কোলার উদ্যোগে ‘ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।

ক্যাম্পেইনে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন। দেশীয় পণ্য ফ্রেশ কোলাকে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত ও জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।

ফ্রেশ কোলা ক্যাম্পেইন টিমের অপারেশন হেড জুবায়ের আহমেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। দেশীয় ব্র্যান্ড ফ্রেশ কোলাকে প্রমোট করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট ক্যাম্পেইনের আয়োজন করেছি।”

ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য সাকিব আনোয়ার, মোহাম্মদ নূর, সিয়াম, সুমাইয়া মৌ, মিস দোলা, তৌকির, মেধাধ চৌধুরী ও মাইশা তাসীন।

এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রেশ কোলার এই ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনটি ‘আইটি সোসাইটি’র আহ্বানে এবং মার্কেটিং এজেন্সি ‘ট্রি অব লাইফ’-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

Al Mamun Gazi
20 Bekeken · 1 maand geleden

জলাব্ধতা ও নিম্নচাপের শিকার হয়েচ্ছে যশোর অভয়নগরের রুয়ের বিলের ঘের মালিকেরা ও মৎসচাষিরা বলেন সাইফুল ইসলাম

Md Shobuz Hossen
2,481 Bekeken · 1 maand geleden

এই ভিডিও টি ধারণ করা হয়েছে সরকারি বাঙলা কলেজ ক্যাম্পাস হতে।

পুলক শেখ
8 Bekeken · 2 maanden geleden

⁣ভালুকায় সংরক্ষণের অভাবে পচে নষ্ট লাখ লাখ টাকার কাঁঠাল

ডেস্ক রিপোর্ট: পুলক শেখ
ভালুকা, ময়মনসিংহ
১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

ময়মনসিংহের ভালুকায় কাঁঠালের untold story জানুন, যেখানে সংরক্ষণের অভাবে লাখ লাখ টাকার সুস্বাদু কাঁঠাল পচে নষ্ট হচ্ছে। ১৭ জুলাই ২০২৫-এ, জহিরুল ইসলাম ও আফসার আলীর মতো কৃষকরা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, আর তোফায়েল ইবনে জামালের মতো ব্যবসায়ীরা সিডস্টোর, আংগারগাড়া বাজারে চ্যালেঞ্জের মুখে। শিক্ষক জসিম উদ্দিন একটি processing factory-এর দাবি জানান, যা এই ফসল বাঁচাতে এবং economy বাড়াতে পারে। এই ১ মিনিটের documentary দেখুন এবং কৃষি, অর্থনীতি ও sustainability নিয়ে আরও জানতে subscribe করুন

Cover Topic -
Mymensingh News, Food Wastage, Sustainable Farming, Fruit Preservation, Sustainable Farming, ভালুকা, সংরক্ষণ, লাখ লাখ টাকা, কাঁঠাল,
#jackfruitcrisis #bhaluka #mymensingh #bangladeshagriculture #sustainablefarming

মিনহাজুল বারী
9 Bekeken · 2 maanden geleden

⁣⁣বগুড়ায় ড্রাগন চাষ করে সফল তরুন স্বপ্নবাজ লিটন বাবু; বছরে আয় ২লক্ষাধিক টাকা

Abdullah Ibne Khalid
7,659 Bekeken · 2 maanden geleden

গেল কয়েক দিনের ব্যাবধানে খুচরা বাজারে ডিমের দাম কমেছে ডজন প্রতি ১৫ থেকে ২০ টাকা। অবিশ্বাস্য হলে ও সত্য দর কমলে চাহিদা কমে দর বৃদ্ধি পেলে চাহিদা বাড়ে।

Juwel Hossain
27 Bekeken · 3 maanden geleden

⁣রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করলেন-উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Jahangir Alam
691 Bekeken · 3 maanden geleden




বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ।


বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে সারা বিশ্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হচ্ছে। এ বছরের থিম 'প্লাস্টিক দূষণের অবসান', যা প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এবং এই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করবে।

বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর ৫ জুন পালিত হয়। ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘের সাধারণ সভায় 'মানবিক পরিবেশ সম্মেলন' এর আয়োজনের মাধ্যমে এর সূচনা হয়। ১৯৭৪ সালে প্রথম এই দিবসটি অনুষ্ঠিত হয়। এর পর থেকে প্রতি বছর ভিন্ন ভিন্ন থিমের মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরে দিবসটি পালিত হয়ে আসছে।

এই দিবসের মূল লক্ষ্য হল পরিবেশ সুরক্ষায় জনসাধারণকে সচেতন করা এবং পরিবেশের অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করা। বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে এই দিবসটি পালিত হয়।

১. প্লাস্টিক দূষণ: প্লাস্টিক দূষণ বর্তমান বিশ্বের অন্যতম প্রধান পরিবেশগত সমস্যা। প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য জমা হচ্ছে যা মাটি, জল এবং বায়ুকে দূষিত করছে। এ বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম প্লাস্টিক দূষণের অবসান, যা প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব এবং এর মোকাবেলা করার জন্য সচেতনতা বাড়াতে সাহায্য করবে।

২. জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা বর্তমান বিশ্বে পরিবেশগত সমস্যাগুলির মধ্যে অন্যতম। এ নিয়ে বিভিন্ন দেশ সচেতনতা বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নিচ্ছে। পরিবেশ সুরক্ষায় গাছ লাগানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার এবং শক্তি সঞ্চয়ী প্রযুক্তি ব্যবহার সহ বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করতে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

৩. জনসাধারণের ভূমিকা: পরিবেশ সুরক্ষায় জনসাধারণের ভূমিকা অপরিসীম। আমাদের দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট পরিবর্তন এনে আমরা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যেমন- প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ সঞ্চয় করা এবং জ্বালানি সাশ্রয়ী যানবাহন ব্যবহার করা।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা পরিবেশ সুরক্ষায় সফল হতে পারব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবীকে একটি বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব।

Abdullah Ibne Khalid
13 Bekeken · 3 maanden geleden

ময়মনসিংহের প্রান্তিক খামারির গরু রাজা বাবু কে বেশি দামে বিক্রির আশায় ঢাকার কমলাপুর বালুর মাঠ পশুর হাটে আনা হয়। কিন্তু গত দুই দিনেও বিক্রি হয়নি রাজা বাবু। গত কাল আই নিউজ বিডি তে সংবাদ প্রকাশের পরে অনেকেই রাজা বাবু কে দেখতে এসেছে বলে জানিয়েছেন বিক্রেতা।

Motior Rahman Sumon
807 Bekeken · 3 maanden geleden

⁣ঈদের মার্কেট- জুতার দোকানেও উপচে পড়া ভীড়

Abdullah Ibne Khalid
9,675 Bekeken · 3 maanden geleden

রাজধানীর কমলাপুর বালুর মাঠে পশুর হাটে আসতে শুরু করেছে কুরবানীর বৃহৎ বৃহৎ গরু। তবে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ময়মনসিংহ এর রাজাবাবু। এর বর্তমান ওজন ২৬ মন দাম চাওশা হয়েছে ১২ লক্ষ। এখন পর্যন্ত ৭ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

Abdullah Ibne Khalid
1,340 Bekeken · 3 maanden geleden

এখন যষ্টি মাস বা মধু মাস আম, কাঁঠাল, জাম এর মাস। রাজধানী জুড়ে এখন আমের দখলে।

Mohammad Fakrul Moula
17 Bekeken · 3 maanden geleden

হস্তশিল্প

Juwel Hossain
19 Bekeken · 3 maanden geleden

⁣সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ ইকো পার্ক একসময় স্থানীয় পর্যটকদের বিনোদনের জন্য একটি আকর্ষণীয় স্থান ছিল। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসাধারণের অবকাশ যাপনের উদ্দেশ্যে গড়ে তোলা এ পার্কটি এখন দর্শনার্থীশূন্য। অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পার্কটি গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষকে প্রকৃতির কাছে টেনে আনা। তবে বর্তমানে পার্কের অবকাঠামো ভেঙে পড়েছে, বসার জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, হাঁটার পথগুলিতে আগাছা জমেছে, পুকুর ও উদ্ভিদবেষ্টিত এলাকাগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সন্ধ্যার পর স্থানটি নিরাপত্তাহীন হয়ে পড়ে, ফলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার আগ্রহ হারাচ্ছে মানুষ।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি জানান, “সিরাজগঞ্জ ইকো পার্কের বর্তমান অবস্থা আমরাও দেখছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনবল ও বাজেট সংকট। তবে আমরা ইতিমধ্যে একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। যদি সেটি অনুমোদিত হয়, তাহলে পার্কটির রূপান্তর সম্ভব। এটির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নিয়ে পর্যটন উন্নয়নে আমাদের আন্তরিকতা রয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে পাখি, গাছপালা ও নদীঘেঁষা পরিবেশ থাকার কারণে পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সঠিক পরিকল্পনা ও তদারকির মাধ্যমে এটি শুধু জেলারই নয়, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে।”

স্থানীয়রা মনে করছেন, ইকো পার্কের উন্নয়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের মতে, নিয়মিত পরিচর্যা ও অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, পাখি ও প্রাণীবৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ, পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম চালু এবং স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রমের উদ্যোগ বাস্তবায়ন হলে পার্কটির চেহারা পাল্টে যেতে পারে।

সিরাজগঞ্জ ইকো পার্ক যেন অবহেলায় হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম। অথচ একটু সচেতনতা, পরিকল্পনা ও প্রশাসনিক পদক্ষেপই পার্কটিকে পরিণত করতে পারে একটি প্রাণবন্ত, সবুজ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে। এখন সময় এসেছে প্রকৃতিকে ফিরিয়ে আনার, দর্শনার্থীদের আবারও স্বাগত জানানোর।

Abdullah Ibne Khalid
21 Bekeken · 4 maanden geleden

⁣কফিন মিছিল বাংলাদেশ ব্যাংকের সামনে


পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা আজ ১৮ মে ২০২৫ বেলা ২.৩০ মিনিটের দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে কফিন মিছিল করে। মিছিলটি র আয়োজন করেন ক্যাপিটেল মার্কেট ইনভেস্টমেন্ট ফোরাম। এসময় তারা পুজিবাজারের নানা অনিয়মের কথা তুলে ধরে নিয়ন্তক সংস্থার প্রধান রাশেদ মাকছুদের পদত্যাগ দাবী করে মিছিল করেন। মিছিল কারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে মিছিল নিয়ে মতিঝিলের পুরাতন স্টক এক্সচেঞ্জ অফিসের সামনে এসে জানাজা পরে শেষ করেন। তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন ৭২ ঘন্টার মধ্যে রাশেদ মাকছুদের অপসারণ দাবী করেন।

Juwel Hossain
2 Bekeken · 4 maanden geleden

⁣আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রাকৃতিক খাদ্য ও দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা গরু বাজারজাত শুরু করেছে সিরাজগঞ্জের খ্যাতনামা প্রতিষ্ঠান খান এগ্রো ফার্ম। কোনো ধরনের কৃত্রিম হরমোন কিংবা ক্ষতিকর রাসায়নিক উপাদান ছাড়াই খামারে পশু পালন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, পশুগুলোকে প্রতিদিন খাওয়ানো হচ্ছে ঘাস, খড়, চালের কুড়া, গমের ভুষি, খৈল, ডালের গুঁড়া এবং ভাতসহ বিভিন্ন প্রাকৃতিক ও পুষ্টিকর খাদ্য। প্রতিটি গরুর পরিচর্যায় রয়েছে প্রশিক্ষিত কর্মীবাহিনী। সময়মতো ভ্যাকসিন ও চিকিৎসাসেবাও নিশ্চিত করা হয়েছে।

খামারটির ব্যবস্থাপক নাজমুল ইসলাম খান বলেন, “আমরা পশুগুলোকে সন্তানতুল্য মনে করে লালন-পালন করি। সুস্থ, সবল এবং নিরাপদ পশু সরবরাহ করাই আমাদের মূল লক্ষ্য।”

ইতোমধ্যে ফার্মের ফেসবুক পেজে গরুর ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে, যা ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। গরু দেখার ও কেনার জন্য অনলাইনের পাশাপাশি সরাসরি খামারে যাওয়ার সুযোগও রাখা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের কোরবানির জন্য জেলায় প্রায় ১ লাখ ৮৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক পশু প্রাকৃতিক উপায়ে মোটাতাজা করা হয়েছে।

খাঁন এগ্রো ফার্মের এই উদ্যোগ স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব পশুপালনের একটি ভালো উদাহরণ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করছে। ক্রেতাদের কাছে নিরাপদ কোরবানির পশু পৌঁছে দিতে তাদের এ ধরনের প্রচেষ্টা ব্যাপক প্রশংসার দাবি রাখে।

Abdullah Ibne Khalid
24 Bekeken · 4 maanden geleden

⁣শনিবারে ও কর্মব্যস্ত নগরী।


সরকার ঈদুল আজহার পরবর্তী ১১ ও ১২ জুন সাধারণ ছুটি ঘোষণা করে যাতে ঈদ যাত্রা নিরাপদ ও আরামদায়ক হয়। এর ধারাবাহিকতায় ক্ষতি পুষিয়ে নিতে ১৭ ও ২৪ মে ২০২৫ সরকারি বেসরকারি অফিস, ব্যাংক, বীমা সহ সকল আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে। আজ শনিবার রাজধানীর মতিঝিলে গিয়ে দেখা যায় সকলে নিজ নিজ প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত।

মোঃ আব্দুল্লাহ ইবনে খালিদ, ঢাকা।

Juwel Hossain
1 Bekeken · 4 maanden geleden

⁣ধানের ফলন ভালো হলেও হতাশায় কৃষকেরা

মিনহাজুল বারী
19 Bekeken · 4 maanden geleden

⁣বগুড়ায় বোরো ধানের বাম্পার ফলন; হাসি ফুটেছে চাষির মুখে

Rudra Biswas
30 Bekeken · 4 maanden geleden

কৃষকদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরতে আজ খুলনা বটিয়াঘাটা থেকে

Abdullah Ibne Khalid
14 Bekeken · 4 maanden geleden

পুজিবাজার ঐক্য পরিষদের ব্যানারে আজ দুপুর ২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জ মতিঝিল অফিসের সামনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন। এসময় তারা পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্হার প্রধানের পদত্যাগ দাবি করেন।

Md Iaqub Ali Talukder TLD
20 Bekeken · 4 maanden geleden

দোহার নবাবগঞ্জে অসংখ্য শিল্প পতি ও প্রবাসী থাকলেও কৃষি পণ্যের অবদান রয়েছে অপরিসীম। এখানে প্রধান কৃষি পণ্য ধন।ধান ছাড়াও পাট,আলু,পটল,গম,ভুট্টা, এবং সকল ধরনের সবজি চাষ করা হয়। কিন্তু কৃষকের বাড়ী থেকে ফসলী জমি দূরে হওয়ার কারণে ফসল আনা ও নেওয়ার জন্য একমাত্র যানবাহন হিসেবে ঘোড়ার গাড়ী যানবাহন হিসেবে ব্যবহার করা হয়। যা বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে।

Md Jihad Ali
25 Bekeken · 4 maanden geleden

শালিখায় ভরা মৌসুমে ভারী শিলা বৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে৷

Akm Kaysarul Alam
26 Bekeken · 4 maanden geleden

⁣লালমনিরহাটে বাড়ছে চুই ঝাল চাষ,সাবলম্বী হচ্ছেন কৃষকরা

Maruf
25 Bekeken · 5 maanden geleden

ঘাটাইলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মারুফ হোসেন

টাঙ্গাইলের ঘাটইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি
২০২৪-২৬৫অর্থ বছরে উচ্চ ফলনশীল জাতের পাট
উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে
বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার(১৭ নভেম্বর) দুপুর ১২ টায়
উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে উপজেলার ৩শ ক্ষুদ্র প্রান্তিক কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল ও পাট কর্মকর্তা নূরী সহ অন্যান্যরা।

মোঃ মারুফ হোসেন
ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি
তারিখ: ১৭.০৪.২৫

MD IMRAN MUNSHI
13 Bekeken · 5 maanden geleden

⁣অদ্য ০৮ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠি এর আয়োজনে ৮ই এপ্রিল হতে ১৪ই এপ্রিল পর্যন্ত জটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয় অতঃপর জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুর রহমান, (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত), ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে সুযোগ্য পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়।

এ-সময় ঝলকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Akram Hossen
27 Bekeken · 5 maanden geleden

⁣বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনের আয়োজন ও কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

Akm Kaysarul Alam
10 Bekeken · 5 maanden geleden

⁣কৃষকদের মাঠের ধান কেটে দিচ্ছে আধুনিক মেশিন _ কম্বাইন্ড হারভেস্টর

Akm Kaysarul Alam
18 Bekeken · 5 maanden geleden

⁣পাটগ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম | Patgram Lalmonirhat