close

লাইক দিন পয়েন্ট জিতুন!

উত্তরণ পারুলিয়ায় চাষিদের ওরিয়েন্টেশন ও বীজ-সার বিতরণ

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা avatar   
দেবহাটায় অফ সিজনের তরমুজ ও বস্তায় আদা চাষিদের ওরিয়েন্টেশন ও বীজ, সার প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :

সাতক্ষীরার দেবহাটায় অফ সিজনের তরমুজ ও বস্তায় আদা চাষিদের ওরিয়েন্টেশন ও বীজ, সার প্রদান করা হয়েছে।

সোমবার (৫ মে '২৫) উত্তরণ পারুলিয়া অফিসে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ‘সফল ফর আইডব্লিউআরএম’ প্রকল্পের আওয়াতায় ৩৫ জন চাষিকে ওরিয়েন্টেশন শেষে প্রয়োজনীয় বীজ ও সার বিতরণ করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার মো.শওকত ওসমান অফ সিজন তরমুজ ও বস্থায় আদা চাষের সম্ভবনা ও কৌশল সম্পকে কৃষকদের অবহিত করেন।

“সফল ফর আইডব্লিউআরএম” এর মত যুগউপযুগি প্রকল্পের মাধ্যমে কৃষিতে পিছিয়েপাড়া উপকূলীয় লবণাক্ত দেবহাটা উপজেলার কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল পূণঃখনন সহ বিভিন্ন ট্রেনিং, সেশন ও জলবায়ু সহিষ্ণু নতুন নতুন জাতে প্রদশনীর মাধ্যমে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উত্তরণ কে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প অফিসার গোলাম মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা ম্যানেজার মো.নাজমুল বাসার, ফিল্ড ফ্যাসিলিটেটর মো.মশিউর রহমান, জামাল হুসাইন, আসুরা খাতুন সহ চাষিরা।

لم يتم العثور على تعليقات