বরখাস্তের কারণ ও নেতানিয়াহুর বক্তব্য
২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেতের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন রোনেন বার। তবে সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। গত রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, “বারের প্রতি আমার বিশ্বাস ক্রমশ কমে গেছে।” এই মন্তব্য থেকেই বোঝা যায় যে, রাজনৈতিক ও কৌশলগত মতপার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসরাইলে বিক্ষোভ ও জনগণের প্রতিক্রিয়া
নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরাইলজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তেল আবিবে সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়। একই সঙ্গে, ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলার প্রতিবাদে জেরুজালেমেও হাজারো ক্ষুব্ধ ইসরাইলি রাস্তায় নামেন।
গাজায় ইসরাইলি হামলা ও যুদ্ধবিরতি লঙ্ঘন
গত মঙ্গলবার (১৮ মার্চ) থেকে ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় প্রায় ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়া, চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইলি বাহিনী।
নেতানিয়াহুর এ ধরনের সিদ্ধান্ত ও সামরিক হামলা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে বলে বিশ্লেষকরা মনে করছেন।