কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় নবনিযুক্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ শামসুল হক ফরহাদ, সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম কাঞ্চন, নির্বাহী সভাপতি মু.আনোয়ার হোসেন, নির্বাহী সাধারণ সম্পাদক মো. সাদির মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ উপস্থিত থেকে নবাগত প্রাথমিক শিক্ষা অফিসারকে শুভকামনা জানিয়ে বলেন, মো. রফিকুল ইসলাম করিমগঞ্জের প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মদক্ষতা নিয়ে দায়িত্ব পালন করবেন বলে বিশ্বাস প্রকাশ করেন। মো. রফিকুল ইসলাম তাঁর বরণ অনুষ্ঠানে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সহযোগিতার আহ্বান জানান এবং উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। করিমগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করার প্রত্যয়ে স্থানীয় জনগণ এবং শিক্ষাব্যবস্থা সংশ্লিষ্টরা তার নেতৃত্বে ভবিষ্যতে সাফল্যের প্রত্যাশা করছেন।
close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
没有找到评论