খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ মোড়ে দুই ঘণ্টার বেশি সময় অবরোধ পালন শেষে কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪০ মিনিটে অবরোধ শুরু হয় এবং রাত ১২টা ৩০ মিনিটের দিকে তা প্রত্যাহার করা হয়। ফলে রাতেই শাহবাগ এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
অবরোধ প্রত্যাহারের আগে শিক্ষার্থীরা কুয়েটের চলমান গণ-অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে চার দফা দাবিনির্ভর আন্দোলনের ঘোষণা দেন। ঘোষিত কর্মসূচির আওতায় রয়েছে:
দেশের সব বিশ্ববিদ্যালয়ে একযোগে পাঠদান বর্জন;
প্রতিটি ক্যাম্পাসে প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন;
একই দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন;
আগামীকাল (বুধবার) বিকেল ৩টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর আগে সোমবার টিএসসি চত্বরে আয়োজিত এক কর্মসূচিতে কুয়েট উপাচার্যের পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেন শিক্ষার্থীরা, যা শেষ হয় মঙ্গলবার রাত ১০টায়। নির্ধারিত সময়সীমার মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় ঢাবি, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে শাহবাগ মোড়ে অবস্থান নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসনের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ উত্থাপিত হওয়ার পরও যথাযথ ব্যবস্থা না নেওয়ায় তাঁরা এই কর্মসূচিতে নামেন। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে উপাচার্যের পদত্যাগ জরুরি হয়ে পড়েছে।