close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সমাবেশ..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সমাবেশে উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা: 

উন্নয়নের নামে পরিবেশ ধংস বন্ধে এবং পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেট বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পরিবেশ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জুন '২৫) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শ্যামনগরের চুনা নদীর পাড় বসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম আয়োজিত সমাবেশে অংশ নেয় স্থানীয় জনগাষ্ঠী, সবুজ সংহতি ও উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমম্বয় কমিটির সদস্যবৃন্দ।

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ  সবুজ বিল্লাহ'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, যুব জলবায়ু যোদ্ধা রাবেয়া সুলতানা, ওবায়দুল্লাহ আল মামুন, নাহিদ হাসান জিম, বারসিক এর যুব সংগঠক স.ম ওসমান গনী সোহাগ, পরিবেশ কর্মী মাসুম বিল্লাহ, গাজী আবু নাঈম প্রমুখ।

স্থানীয় যুবদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ পরিবেশ সুরক্ষার অঙ্গীকার মুখরিত হয়ে ওঠে। সমাবেশে উপস্থিত বক্তারা উন্নয়নের নামে নির্বিচারে পরিবেশ ধংসের তীব্র নিন্দা জানান। 

তারা বলেন, অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে মানবজাতি ও জীববচিত্র্যর জন্য চরম হুমকি। বক্তারা পরিবেশ সুরক্ষায় জাতীয় বাজেটে সাতক্ষীরা উপকূলের জন্য বিশেষ বরাদ্দর দাবি জানান। তাদের মতে, পর্যাপ্ত আর্থিক সংস্থান ছাড়া পরিবেশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের কার্যক্রম কখনও ফলপ্রসূ হবে না।


প্লাস্টিক দূষণ রোধে কার্যকর পদক্ষপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে সমাবেশে বক্তারা আরো বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকর এবং পরিবেশবান্ধব বিকল্প প্রচলনের উদ্যোগ নিতে হবে।

Nenhum comentário encontrado


News Card Generator