close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তুমি হীনা (কবিতা)

Md Abu Munif Al Mukim  avatar   
Md Abu Munif Al Mukim
এটি একেবারেই হৃদয়বিদারক এবং আবেগপূর্ণ একটি কবিতা। একাকীত্ব, বিষাদ এবং হারানোর অনুভূতি এখানে গভীরভাবে প্রকাশিত হয়েছে। কবিতার প্রতিটি স্তবক যেন প্রেমের শূন্যতা ও বিরহের যন্ত্রণাকে খুবই সুন্দরভাবে ফুটি..

তুমি হীনা

তুমি হীনা একাকী এই জীবন
লাগে বড় বিষাদময়,
স্বপ্নগুলো হয়ে গেছে দুঃস্বপ্ন
তুমি পাশে না থাকায়।

তুমিহীনা আমার এই সময়
যেন শুধুই দুঃসময়,
কাটেনা আর প্রহরগুলো
স্মৃতিগুলো যেন বেদনাময়।

তুমিহীনা একাকী এই রাত
শুধুই যেন নির্ঘুম,
প্রকৃতি ও যেন কাটায় রাত
মগ্ন হয়ে দেয় ঘুম।

তুমি হীনা আমার ভাবনা গুলো
যেন শুধুই অগোছালো,
সাজিয়ে নেওয়ার যতই করি চেষ্টা
তবুও হয়ে যায় এলোমেলো।

তুমি হীনা আমার সারা বেলা
কাটে যেন হয়ে নিঃসঙ্গ,
সবকিছুই আছে পাশে
তবুও পাইনা কোন সঙ্গ।

Walang nakitang komento


News Card Generator