সময়ের হিসেবে বাংলাদেশের জার্সিতে আবারো ফিরলেন পেসার এবাদত হোসেন৷ ২০২৩ এর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসিএলে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই ৩১ বছর বয়সী ফাস্ট বোলার।
দল থেকে বাদ পড়লেন হাসান মাহমুদ ও জাকের আলি অনিক। অন্যদিকে, শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার সুনাল দিনুশার। টেস্ট থেকে অবসরে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় খেলছেন তিনি। আর ইনজুরিতে ছিটকে যাওয়া মিলান রত্নায়েকের পরিবর্তে খেলছেন বিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাইম হসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।
শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, থারিন্দু রত্নায়েকে, প্রভাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্দো, সুনাল দিনুশা ও বিশ্ব ফার্নান্দো।