ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫:
অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা এখন অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত একুশে পদক-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, "আমাদের তরুণ প্রজন্ম অতীতের যেকোনো প্রজন্মের চেয়ে সাহসী স্বপ্ন দেখে। তারা নতুন বাংলাদেশ গড়তে চায় এবং সেই আত্মবিশ্বাস নিয়ে সারা বিশ্বের নেতৃত্বেও অংশ নিতে প্রস্তুত।"
তিনি আরও বলেন, তরুণরা আত্মবিনাশী সভ্যতার গণ্ডি ভেঙে এমন একটি নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে। প্রতিটি মানুষ তার স্বপ্ন দেখার অধিকার পাবে এবং সেই স্বপ্ন পূরণের উপযুক্ত সুযোগও পাবে।
 একুশে পদক পেলেন নারী ফুটবল দলসহ ১৮ গুণী ব্যক্তি
অনুষ্ঠানে ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক-২০২৫ প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের নারী ফুটবল দলের নামও, যারা দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখেছে। ড. ইউনূস পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, "আপনারা জাতির আলোকবর্তিকা। আপনাদের অবদান নতুন প্রজন্মকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।"
 তরুণদের হাতেই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ
ড. ইউনূস বলেন, দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো নানা আন্দোলন ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, "৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয় আমাদের জন্য একটি নতুন সুযোগ এনেছে — একটি সমৃদ্ধশালী ও ন্যায়ের সমাজ গড়ার।"
তিনি আরও বলেন, "আজকের দিনটি শুধু শহীদ দিবসই নয়, বরং তরুণদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে উঠুক। একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের প্রতীক এবং ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।"
 নতুন সভ্যতার স্বপ্ন
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণদের সমাজ পরিবর্তনের অঙ্গীকারকে স্বাগত জানান। তিনি বলেন, "তরুণ প্রজন্ম পৃথিবীকে রক্ষা করার স্বপ্ন দেখছে। এমন এক সমাজ গড়ে তুলতে চায় যেখানে মানবিকতা, সমানাধিকার এবং টেকসই ভবিষ্যত থাকবে।"
অনুষ্ঠানটি শেষ হয় নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকারের মধ্য দিয়ে।
 তরুণদের নিয়ে ড. ইউনূসের এই দৃষ্টিভঙ্গি কি আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে? আপনার মতামত জানাতে ভুলবেন না!
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			