close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ৫৪ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা..

Md Jakir Hossain avatar   
Md Jakir Hossain
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা করেছে রাঙ্গামাটি জেলার  বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।..

বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জোন সদরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী।

সভায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসান ইমান (এএমসি), পিএডিসি মো. শাহ আলম, উপজেলা নির্বাচন অফিসার চৈতালি চাকমা, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর সহকারী পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান, বাঘাইছড়ি ও সাজেক থানার প্রতিনিধিসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসামরিক প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারস্পরিক সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী বলেন, বাঘাইছড়ি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

Walang nakitang komento


News Card Generator