শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
ট্রলির সঙ্গে ধাক্কা লেগে ভাড়ায় চালিত এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে'২৫) সকাল ৮টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- আব্দুর রহমান ওরফে আব্দার (৫৫)। তিনি দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের জুম্মান গাজীর ছেলে।
কোমরপুর গ্রামের আব্দুল মতিন জানান, তার বাবা আব্দুর রহমান মটর সাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শাঁখরা বাজার থেকে এক যাত্রীকে নিয়ে তিনি কুলিয়া বাজারের উদ্দেশ্যে বের হন। সকাল ৮টার দিকে তার বাবা কুলিয়া ইউনিয়ন পরিষদের নিকটবর্তী পীর নৈমুদ্দিন সড়কের মুখের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবহনকারি ট্রলিতে মটর সাইকেলে থাকা ব্যাগ বেঁধে যায়। এতে তিনি মাটিতে পড়ে গেলে ট্রলির চাপায় ঘটনাস্থলেই মারা যান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে।



















