close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ট্রাম্প-নেতানিয়াহু নেমে এসেছে ঢাকার রাস্তায়

Umme Hani Akter avatar   
Umme Hani Akter
ঢাকা জনসমুদ্রে পরিণত হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে । শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ছোট-বড় মিছিল। এসবের ভিড়ে একটি মিছিলে দেখা গেছে ভিন্ন এক প্রদর্শনী।..

যেখানে দেখা যায়, নেতানিয়াহুর মুখোশ পড়া একজন রক্তের বাটি হাতে নিয়ে হাঁটছেন যার পুরো শরীরে ফিলিস্তিনি মানুষের রক্ত। তার পাশেই ট্রাম্পের মুখোশ পড়া একজন নেতানিয়াহুকে সমর্থন দিয়ে যাচ্ছেন। তারও শরীরজুড়ে রক্তের দাগ।

অন্যদিকে আরব নেতারা তাদের দুজনের আশপাশে ঘোরাফেরা করছেন এবং তাদের হাতে চুমু খাচ্ছেন, আনুগত্য প্রকাশ করছেন।  

 

শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে এক মিছিলে এমন প্রদর্শনী দেখা যায়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। 

 

গাজার মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় এই গণজামায়াতে শুরু কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেছিলো জনতা। কোনো মিছিল আসছে বাংলা মোটরের দিক থেকে, কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে, কোনোটি আবার আসছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট থেকে।

 

এ সময় তারা ‘গাজাবাসীর রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ইসরায়েলের পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিনে আগ্রাসন, বন্ধ করো করতে হবে’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’সহ নানা স্লোগান দেন।

 

Nema komentara