close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

ট্রাকের সাথে মু"খোমুখি সং"ঘর্ষে সাতক্ষীরায় স"ড়ক দু"র্ঘট"নায় একজন নি"হত, আ"হত-১..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী আব্দুল আলিম নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অপর আরোহী..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাছ ব্যবসায়ী আব্দুল আলিম নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অপর আরোহী। সোমবার (১০ নভেম্বর '২৫) দুপুর বারোটার দিকে এঘটনা ঘটে।

আব্দুল আলিম কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামের বাসিন্দা। আহত আক্তার হোসেনও একই গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আব্দুল আলিম ও তাঁর ব্যবসায়ীক পার্টনার আক্তার হোসেন সুন্দরবন এলাকা থেকে মোটরসাইকেলে কলারোয়ায় ফিরছিলেন। পথিমধ্যে তুযুলপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে  আব্দুল আলিম ঘটনাস্থলে নিহত হন। আহত আক্তার হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া আব্দুল আলিমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানি এই পুলিশ কর্মকর্তা।

Nenhum comentário encontrado


News Card Generator