close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ট্রাফিক শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে গাজীপুরে উঠান বৈঠক ও জনসচেতনতা কার্যক্রম।..

mdzasimuddin avatar   
mdzasimuddin
মোঃ জসিম উদ্দিন,
জেলা প্রতিনিধি,
গাজীপুর।
সময় ১২:৩০

 

 

গাজীপুর, ১৩ এপ্রিল:

ট্রাফিক শৃঙ্খলা আনয়ন ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক জনসচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার ডঃ মুহাম্মদ নাজমুল করিম খান। তিনি তার বক্তব্যে বলেন, “ট্রাফিক আইন মেনে চলা শুধু শৃঙ্খলা নয়, এটি আমাদের জীবনের নিরাপত্তার অংশ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো প্রচেষ্টা সফল হয় না।”

 

বৈঠকে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুলিশ কমিশনার তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাগরিক দায়িত্ব পালনে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে,

তিনি আরো বলেন মাদক নিয়ন্ত্রণে জনগণকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান এবং মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ারি করেন।

Geen reacties gevonden


News Card Generator