close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টিউলিপের বিরুদ্ধে যুক্তরাজ্যে দুর্নীতির অভিযোগ, রিজভীর দাবি: ‘পরিবারিক জিন দায়ী!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মতো দুর্নীতিমুক্ত দেশে বসবাস করেও তার 'পারিবারিক জিনের (
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের মতো দুর্নীতিমুক্ত দেশে বসবাস করেও তার 'পারিবারিক জিনের (জেনেটিক)' প্রভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন। তিনি দাবি করেন, টিউলিপের এই দুর্নীতি শেখ হাসিনার পরিবার থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, "শেখ হাসিনা দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই যেখানে তিনি দুর্নীতি করেননি। তিনি উন্নয়নের নামে বিদেশে অর্থ পাচার করেছেন। তার রাজনৈতিক আদর্শ নেই; শুধুই আছে উন্নয়নের বাহানা।" তিনি আরও প্রশ্ন তোলেন, "কিসের ভিত্তিতে ভারত শেখ হাসিনার মতো ভয়ংকর দুর্নীতিবাজকে আশ্রয় দিয়েছে?" এসময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। রিজভী বলেন, "মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগের একার অর্জন নয়। এটি সবার অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব হয়েছিল।" এই বক্তব্যের মাধ্যমে রিজভী আওয়ামী লীগের বিরুদ্ধে আরও নানা অভিযোগ তুলে ধরেন এবং টিউলিপের দুর্নীতির বিষয়টি সামনে আনেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Tidak ada komentar yang ditemukan


News Card Generator