close
  
  
         
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
তিতুমীর কলেজ শিক্ষার্থীদের ১১ ঘণ্টার অবরোধ, অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা!
 
			 
				
					সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ১১ ঘণ্টার সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজটি অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে।
🔴 টানা আন্দোলনে উত্তপ্ত তিতুমীর কলেজ চত্বর!
গতকাল রবিবার গুলশান-মহাখালী সড়ক অবরোধের পর, আজও একই দাবি আদায়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, এটি এখন শুধু সাত দফা নয়, এক দফার আন্দোলনে রূপ নিয়েছে—"সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করতেই হবে!"
📢 বিশ্ব ইজতেমার কারণে কৌশল পরিবর্তন!
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের কথা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা গতকাল রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে অবরোধ প্রত্যাহার করলেও, রাজধানীর অন্যান্য সড়কে তাদের কর্মসূচি চলমান ছিল।
🔥 আমরণ অনশন চলছে!
শুধু অবরোধই নয়, কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
🚧 ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’—নতুন কর্মসূচি!
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের নাম দিয়েছেন ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’। প্রথমে সাত দফা দাবি থাকলেও এখন তারা এক দফার ওপরই অনড়—বিশ্ববিদ্যালয় চাই, যেকোনো মূল্যে চাই!
📌 প্রশাসনের অবস্থান কী?
এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
🔴 তিতুমীর কলেজের ভবিষ্যৎ কি তাহলে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে? প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন!
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			