close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তিন দশক ধরে ‘ই রা ন পা র মা ণ বিক অ স্ত্রের দ্বারপ্রান্তে’: নে তা নি য়া হু র পুরোনো দাবি নতুন হা ম লা র পে ছ নে?..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরান নাকি 'শিগগিরই পারমাণবিক বোমা বানাবে'—এই দাবি বেনিয়ামিন নেতানিয়াহু গত ৩০ বছর ধরে করে আসছেন। কিন্তু এবার কি তার সেই পুরোনো ভয়ই ইসরায়েলের সাম্প্রতিক হামলার নেপথ্য কারণ হয়ে দাঁড়িয়েছে?..

তেহরান বনাম তেলআবিব: নেতানিয়াহুর তিন দশকের পুরোনো ভয় কি আবার নতুন আগুন জ্বালাল?

মধ্যপ্রাচ্য আজ আবারও উত্তপ্ত। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার জেরে পুরো অঞ্চল যেন টালমাটাল হয়ে উঠেছে। কিন্তু এই সামরিক আগ্রাসনের পেছনে যদি আমরা অতীতে ফিরে তাকাই, দেখা যাবে একটি পুরোনো ভয় আবারও ফিরে এসেছে—ইরান নাকি পারমাণবিক অস্ত্র বানাতে যাচ্ছে।

এই ভয় বা আশঙ্কার নাম বেনিয়ামিন নেতানিয়াহু—ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি গত তিন দশকেরও বেশি সময় ধরে একটানা বলে আসছেন, “ইরান যেকোনো মুহূর্তে পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে।

 

১৯৯২ সাল। ইসরায়েলি পার্লামেন্টে তৎকালীন এমপি নেতানিয়াহু বলেছিলেন, “তিন থেকে পাঁচ বছরের মধ্যেই ইরান পরমাণু বোমা বানিয়ে ফেলবে।” সেই সময় তাঁর কথা অনেককেই আতঙ্কিত করেছিল।

তবে ঘটনা এখানেই শেষ নয়। ১৯৯৫ সালে প্রকাশিত তাঁর বই Fighting Terrorism -এও তিনি একই ভবিষ্যদ্বাণী করেন।

 

২০০২ সালে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, “ইরাক এবং ইরান—উভয়েই পারমাণবিক দৌড়ে।” এরপরই শুরু হয় ইরাকের ওপর মার্কিন আগ্রাসন, যদিও ইরাকের ভেতরে কোনো গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি।

এই ঘটনার পেছনেও নেতানিয়াহুর সেই ঘুরে ফিরে বলা বক্তব্য ছিল একটি বড় কারণ।

২০০৯ সালে উইকিলিকস ফাঁস করে নেতানিয়াহুর একটি বক্তব্য: “ইরান এক-দুই বছরের মধ্যে পরমাণু সক্ষমতা অর্জন করবে।”

এরপর ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি একটি কার্টুন বোমার ছবি দেখিয়ে বলেন, “পরবর্তী গ্রীষ্মেই ইরান সীমা অতিক্রম করবে।” সে সময় সেই ছবি আন্তর্জাতিক মিডিয়ায় হাস্যরস ও বিতর্ক দুটোই সৃষ্টি করেছিল।

২০২৫ সালেও নেতানিয়াহু আবার বলছেন, “ইরান পারমাণবিক অস্ত্র বানাতে আর খুব একটা দেরি করবে না।”

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালানোর পেছনে আবারও সেই পুরোনো বক্তব্য হাজির করা হয়েছে ‘প্রতিরক্ষা যুক্তি’ হিসেবে।

মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এখনো পর্যন্ত ইরানের কার্যক্রমে সরাসরি কোনো পারমাণবিক বোমা তৈরির প্রমাণ খুঁজে পায়নি।

বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু এই পুরোনো ভয় ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন।

দেশের অভ্যন্তরীণ সংকট, আন্দোলন, দুর্নীতি বিরোধী বিক্ষোভ—এসব ঢাকতেই এই ‘পারমাণবিক আতঙ্ক’ বারবার সামনে আনা হয়।

তিন দশক পেরিয়ে গেছে। অথচ একই কথা, একই হুমকি, একই ভবিষ্যদ্বাণী বারবার ফিরে আসছে।

বিশ্ব এখন প্রশ্ন তুলছে: ইরান কি সত্যিই পারমাণবিক বোমা বানাতে যাচ্ছে? নাকি নেতানিয়াহুর ভয় দেখানোর কৌশলেই বারবার উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে?

No comments found