close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

তিন দিনেও তদন্ত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন কাফি! প্রশাসনের নীরবতায় বিস্ময়

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার তিন দিন পার হয়ে গেলেও এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কাফি এবং তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কাফির বিস্ফোরক স্ট্যাটাস শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়ে কাফি বলেন, ‘তিন দিন হয়ে গেল, আমার বাড়ির দরজা বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়া হলো। সবকিছু পুড়ে কয়লা হয়ে গেছে! অথচ এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে কোনো তদন্ত টিম গঠন করা হয়নি।’ তিনি আরও বলেন, ‘লোকাল থানায় তদন্ত পড়ে আছে। অথচ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছিলাম। তারই খেসারত আমাকে দিতে হচ্ছে। স্বৈরাচারের সহায়তাকারীরা আমার ঘরবাড়ি পুড়িয়ে দিল, অথচ তদন্ত পর্যন্ত হলো না! তবে আমি চুপ করে থাকবো না। চার দিন পর যখন আমি রাজপথে নামবো, তখন প্রশাসনের টনক নড়বেই!’ 🔥 প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! 🔥 এই ঘটনার পর কাফির অনুসারীরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। অনেকেই বলছেন, এটা কি নিছক দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হামলা? কেন এত বড় ঘটনা ঘটার পরও তদন্ত কমিটি হয়নি? ⚡ সেনাবাহিনীর আশ্বাস ⚡ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দ্রুত অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখন প্রশ্ন একটাই—তিন দিন পার হয়ে গেলেও কেন তদন্ত হয়নি? প্রশাসনের নীরবতা কি ইঙ্গিতবাহী? নাকি কাফির রাজপথে নামার অপেক্ষায় রয়েছে? 🔥 আপনার মতামত দিন! আপনি কি মনে করেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা? প্রশাসন কেন এত ধীরগতিতে কাজ করছে? মন্তব্য করুন! 🔥
No comments found


News Card Generator