close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

থানচিকে ১-০ গোলে হারিয়ে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২৫ চ্যাম্পিয়ন নাইক্ষ্যংছড়ি উপজেলা..

Farhad Ahmad avatar   
Farhad Ahmad
****

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। রোববার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, সদর দপ্তর ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের জিএস টু মেজর পারভেজ রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা: আবুল মুনসুর, পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মোঃ রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

ফাইনাল খেলায় নাইক্ষ্যংছড়ি উপজেলা ফুটবল দল শক্ত প্রতিদ্বন্দ্বী থানচি উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় থানচি উপজেলা দল।

খেলা শেষে অতিথিরা তাঁদের বক্তব্যে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং পার্বত্য অঞ্চলে ক্রীড়ার উন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন।

Geen reacties gevonden


News Card Generator