ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে ধান কেটে নিয়ে গেল যুবলীগ নেতা । ..

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৮ নং শুখান পুখরী ইউনিয়ন যুবলীগের নেতার বিরুদ্ধে জমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী কৃষক।..

শনিবার (১০শে মে)রাতের আধারে প্রায় ৫৯ শতক জমির ধান কেটে নিয়ে যায় রফিকুর ইসলাম বনো,

 

ভুক্তভোগী আমিনুর ইসলাম বলেন আমি দীর্ঘ দিন থেকে এই জমিতে চাষাবাদ করে আসতেছি, এবারো সেখানে ধান লাগিয়েছিলাম, নিয়োমিতো পরিচর্যা করে আসতেছিলাম,সার কীটনাশক সব কিছু দিয়েছি কিন্তু হঠাৎ করে রাতের বেলা এসে আমার আধাপাকা ধান কেটে নিয়ে যায় বনো,এতে আমি দিশেহারা হয়ে পরি,,পরে এলাকাবাসী কে জানালে তিনি আমাকে আইনের আশ্রায় নিতে বলেন এবং আমি আইনের আশ্রায় নেই,

তিনি আরো বলেন সবার কাছে আমার একটাই চাওয়া আমি গরিব মানুষ অনেক কষ্ট করে জমিতে ধান লাগিয়েছিলাম কিন্তু সেটা সে কিভাবে কেটে নিয়ে গেলো,এর সঠিক বিচার চাই সবার কাছে,, এ বিষয়ে রফিকুল ইসলাম বনো তিনার সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন ওটা আমার জমি আমার জমি থেকে আমি ধান কেটেছি

অন্যায় কিছু করি নাই,এলাকার সবাই জানে এটা আমার জমি এবং আমি সেখানে চাষাবাদ করে আসতেছিলাম,অভিযোগ কারীর নাম উল্লখ করে বলেন তার কোন বৈধ কাগজ নাই,সে রেকড মুলে জমি দাবি করে,তিনি আরো জানান তিনার মা আমার মায়ের কাছে এই জমি অনেক আগেই বিক্রি করে দিয়েছে।

 

এই জমি নিয়ে একটা মামলা চলমান রয়েছে।আমি ধান রোপন করার পর তারা জোর করে এসে আমার রোপন করা জমিতে আবার ধান রোপন করে এ বিষয়ে আমি থানাতেও একটা অভিযোগ করি।

 

এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল সরকার জানান থানায় মামলা হয়েছে তবে তারা যদি পারাবারিক ভাবে বসে বিষয়টা সমাধান করতে পারে তাহলে আমাদের কোন আপত্তি থাকবে না।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator