close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় অটোরিকশার চালক আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুন (১৫) নিহত হয়েছেন। ..

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নিহত দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামের বাসিন্দা।  

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে বাবার সিএনজি অটোরিকশায় করে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে যাচ্ছিল রাবিয়াতুন। খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে আসা একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে হেলে পড়ে। এতে কয়েকজন বাসযাত্রী আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

没有找到评论


News Card Generator