আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপ এর চেয়ারম্যান মোস্তফা কামালের ষড়যন্ত্রমূলক মামলা করার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন জেলার সংবাদকর্মীরা।
এ সময় ঠাকুরগাঁও পাঠক মেলার আয়োজনে পাঠক মেলার সভাপতি ওবায়দুল্লাহ মাসুদের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন - ইমাম সমিতির সভাপতি ক্বারি হাফিজ রশিদ, আমার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি ফজলে ইমাম বুলবুলসহ সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা।
মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বৈরাচারের দোসর মোস্তফা কামাল আবারও স্বাধীন সাংবাদিকতার কন্ঠ রোধ করতে চায় এবং অবিলম্বে মামলা প্রত্যাহার এবং বিগত আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
ঠাকুরগাঁওয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন..


Không có bình luận nào được tìm thấy