close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ঠাকুরগাঁও টাঙ্গন নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন টাঙ্গন নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ।..

মঙ্গলবার (২০ জানুয়ারি ) বিকাল ৬ টার দিকে রুহিয়া থানার অন্তর্গত ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের টাঙ্গন বাঁধ এর পাশে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তিটি আনুমানিক বিকাল ৫ টার সময় নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে ৯৯৯ নম্বরের মাধ্যমে ফায়ার সার্ভিসের একটি দল এসে ৩০ মিনিট উদ্ধার অভিযানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে।  

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নদীতে নামে এক পর্যায় সে নদীর পানিতে ডুবে গেলে , তারপর গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ৫৫-৫৭ বছর। তার পরনে একটি সাদা রঙের শার্ট ছিল।

 

রুহিয়া থানার উপপরিদর্শক( ভারঃ ওসি) মোঃ জোবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক সুরতহাল ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন লাশের শরিরে কোন আঘাতের চিহ্ন নেই তবে ধারণা করা হচ্ছে মৃত লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে। ক্রাইম সিন এর একটি টীম বুধবার এসে লাশের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে এবং ময়নাতদন্তের জন্য বুধবার সকালে মর্গে পাঠানো হবে। তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Walang nakitang komento


News Card Generator