তেল আ বিবে ধ্বং স স্তু পে আ ট কে পড়াদের খুঁজছে ই স রাই লি পুলিশ..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানের হামলায় ধ্বংস তেল আবিবের ভবন। ধ্বংসস্তুপে আটকে পড়াদের খুঁজছে ইসরাইলি পুলিশ। উদ্ধার হয়েছে আহত ছয়জন—জরুরি অনুসন্ধান চলছে এখনও।....

তেল আবিব, ১৯ জুন ২০২৫ — মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে ঘি ঢেলে এবার সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে ইরান। ভয়াবহ এই হামলার পর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়ে পড়ে। ধ্বংসস্তুপের নিচে আটকে পড়ে অনেকেই। ইতোমধ্যে ইসরাইলি পুলিশ ভবনটি থেকে ছয়জন আহত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে।

ইসরাইলি পুলিশের এক মুখপাত্র জানান, ভবনটি আংশিক ধসে পড়ার পর উদ্ধার অভিযান শুরু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও তারা এখন চিকিৎসাধীন। তবে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয়—ধ্বংসস্তুপে এখনও আরও কেউ আটকে রয়েছেন কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

আধা-সামরিক বাহিনী, দমকল বাহিনী ও উদ্ধারকারীরা একযোগে কাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ড্রোন, থার্মাল ক্যামেরা ও স্নিফার ডগ। একাধিক তলা বিশিষ্ট ভবনটি ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলি নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলের ধ্বংসাবশেষে এখনও কমপক্ষে ২-৩ জন আটকে থাকতে পারেন। সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর দৌড় চলছে—কারণ ধ্বংসস্তুপের নিচে যদি কেউ জীবিত থাকেন, তবে সময়ই তাদের সবচেয়ে বড় শত্রু।

বিশ্লেষকরা বলছেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান টানাপোড়েনের ফলেই এই হামলা। ইরান সরাসরি তেল আবিবে আঘাত হানায় যুদ্ধ পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে। যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি, তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং উপগ্রহ চিত্রে প্রমাণ মিলেছে ক্ষেপণাস্ত্র হামলার।

ইসরাইল প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এর ফলে, গোটা মধ্যপ্রাচ্য এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

তেল আবিব শহরের মেয়র এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “এটি শুধু একটি হামলা নয়, এটি আমাদের অস্তিত্বের ওপর আঘাত। আমরা প্রতিটি নাগরিককে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।” ইতিমধ্যে আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই হামলার নিন্দা জানিয়েছে এবং ধ্বংসস্তুপে আটকে পড়াদের দ্রুত উদ্ধার করার জন্য মানবিক সহায়তা প্রস্তাব করেছে।

তেল আবিবের এই হামলা শুধুমাত্র একটি ভবনের ধ্বংসের গল্প নয়—এটি পুরো অঞ্চলের ভবিষ্যতের প্রশ্ন। উদ্ধারকারীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রতিটি মুহূর্তেই সম্ভাব্য জীবনের আলো নিভে যেতে বসেছে।

ইসরাইল এখন একদিকে ধ্বংসস্তুপে আটকে থাকা মানুষদের বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে যুদ্ধের সম্ভাব্য জবাব কী হবে, সেটি নিয়েও চলছে চরম হিসাব-নিকাশ।

No comments found