close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

টেকনাফে নকলের দায়ে বহিষ্কার হলো দাখিলের সাত পরিক্ষার্থী।..

Tariqul Taj avatar   
Tariqul Taj
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের তাফহীনুল কোরআন দাখিল মাদরাসার ২ নং কেন্দ্রে দাখিল পরিক্ষায় অংশগ্রহণকারী ৭ জন শিক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন।

গত সোমবার (২১ এপ্রিল) উক্ত কেন্দ্রে দাখিলের বাংলা প্রথম পত্র পরিক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, পরিক্ষা চলাকালে উক্ত শিক্ষার্থীদের আচরণ সন্দেহজনক মনে হলে শরীর তল্লাশি করা হয় এবং সবার কাছেই নকল পাওয়া যায়। তৎক্ষনাৎ সাতজন শিক্ষার্থীকেই বহিষ্কার করেন পরিক্ষা হলে উপস্থিত থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান। বহিস্কৃত পরিক্ষার্থীদের মধ্যে ৪ জন বাহারছড়া তাফহীনুল কোরআন মাদরাসার, বাকি তিনজন হোয়াইক্যাং ইউনিয়নের মহেশখালীয়া পাড়া বাহারুল উলুম দাখিল মাদরাসার শিক্ষার্থী।

এব্যাপারে জানতে চাওয়া হলে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘গতকাল পরিক্ষা চলাকালীন সময়ে সাতজন পরিক্ষার্থীর কাছে মোবাইল ডিভাইস এবং অন্যান্য নকল ধরেন উক্ত কেন্দ্রের কেন্দ্র সচিব মোস্তাক আহমেদ। পরবর্তীতে সেখানে উপস্থিত থাকা আমাদের ম্যাজিস্ট্রেট উক্ত সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেন।'

Nema komentara