তারেক রহমানকে বরণে ঢাকায় যাচ্ছে মাধবদী শ্রমিক দল

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
৪ বাস ও ৩ মাইক্রোতে রওনা দেবে ৩০০ নেতাকর্মী

রিপোর্ট মেহেদী হাসান: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে নরসিংদী জেলার মাধবদী থানা শ্রমিক দল। জেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী আগামী ২৫ ডিসেম্বর ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

মাধবদী থানা শ্রমিক দলের আহ্বায়ক মো. আব্দুল লতিফ বলেন, “আমরা জেলা বিএনপির সাথেই একযোগে ঢাকায় যাব। শ্রমিক দলের জন্য আলাদা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। নরসিংদী জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিকদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি।”

তিনি জানান, "মাধবদী থানার আওতাধীন ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে শুধু মাত্র ৫টি ইউনিয়নের শ্রমিক দলের পক্ষ থেকে ৩০০ জন শ্রমিক দলের নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। তাদের যাতায়াতের জন্য ৪টি বাস ও ৩টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে।"

আব্দুল লতিফ আরও বলেন, “আগামী ২৫ ডিসেম্বর সকাল ভোর ৬টায় আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। ৩০০ ফিট এলাকায় নির্মিত মঞ্চের কাছাকাছি অবস্থান নেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় চলে গেছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাসা কিংবা হোটেলে অবস্থান করছেন।”

তিনি জানান, নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। এ উপলক্ষে মাধবদী থানা শ্রমিক দলের পক্ষ থেকে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রেখে কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হয়েছে।

لم يتم العثور على تعليقات


News Card Generator